Logo Logo

কুরআন ও হাদীসের কঠোর সতর্কতা

মিথ্যার অন্ধকারে যে শাস্তি অপেক্ষা করছে!


Splash Image

প্রতীকী ছবি

মিথ্যা বলা যেন একটি ছোট অপরাধ মনে হলেও, এটি আসলে এক ভয়ংকর পাপ। এটি শুধু একজন ব্যক্তির চরিত্রকেই নষ্ট করে না, বরং সমাজকে ভেঙে দেয়, ন্যায়ের পথকে অন্ধকার করে তোলে।


বিজ্ঞাপন


আল-কুরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেন: “আল্লাহ মিথ্যাবাদী ও কাফিরকে হেদায়েত দেন না।” (সূরা আল-যুমার: আয়াত ৩) রাসূলুল্লাহ (সাঃ) বলেন: “মিথ্যা মানুষকে পাপের দিকে নিয়ে যায়, আর পাপ মানুষকে জাহান্নামে নিয়ে যায়।”

(সহীহ বুখারী ও মুসলিম)

হাদীসে বর্ণিত আছে, কিয়ামতের দিন যারা দুনিয়ায় মিথ্যা ছড়িয়ে অন্যকে ঠকিয়েছে, তাদের মুখ আগুনের হুক দিয়ে ছেঁড়া হবে—একটি ভয়ংকর শাস্তি যা কল্পনাকেও হার মানায়।

মিথ্যা বলার মাধ্যমে কেউ হয়ত সাময়িক সুবিধা পেতে পারে, সম্মান বা সম্পদ অর্জন করতে পারে, কিন্তু এর চূড়ান্ত পরিণতি চিরস্থায়ী যন্ত্রণাদায়ক।

আমাদের করণীয় কী?

সত্য বলার অভ্যাস গড়ি, মিথ্যাকে ঘৃণা করি, আল্লাহর ভয় রাখি, সমাজে ন্যায়ের পথ অনুসরণ করি। আসুন, নিজের জীবনকে আলোকিত করি পবিত্র কুরআন ও হাদীসের নির্দেশনায়। মিথ্যার মতো ঘৃণ্য পাপ থেকে নিজেকেও বাঁচাই, সমাজকেও রক্ষা করি।

প্রতিবেদক- মাওলানা মোঃ আব্দুর রশীদ কাজী

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...