বিজ্ঞাপন
একই অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে উদ্বোধনী বক্তব্য রাখবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বিএনপির মিডিয়া সেলের অন্যতম সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে জানান, “চীন মৈত্রীতে গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ভিডিও বার্তা প্রচার করা হবে। একইসঙ্গে, অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে বক্তব্য দেবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।”
অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. আব্দুল্লাহ আল মামুন এবং ড. নাহরিন খান।
এর আগে, সোমবার (৩০ জুন) অনুষ্ঠানস্থলে প্রস্তুতি পরিদর্শন করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি জানান, “জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে বিএনপির কর্মসূচিতে চেয়ারপারসনের এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বার্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কর্মসূচি হবে সাফল্যমণ্ডিত ও মহিমান্বিত। এখানে জাতীয় নেতৃবৃন্দ ছাড়াও অন্যান্য রাজনৈতিক দলের সম্মানিত নেতৃবৃন্দ এবং শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত থাকবেন।”
দলীয় সূত্রে জানা গেছে, গণঅভ্যুত্থান এবং বিজয়ের ইতিহাসের প্রতি শ্রদ্ধা জানিয়ে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে বিএনপি একটি ঐক্যবদ্ধ জাতীয় বার্তা দিতে চায়। একইসঙ্গে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে দলের অবস্থান ও ভবিষ্যৎ রূপরেখা পরিষ্কারভাবে তুলে ধরার লক্ষ্য রয়েছে এই আয়োজনের।
অনুষ্ঠানটি ঘিরে ইতোমধ্যে নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ ও প্রস্তুতি দেখা গেছে। চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রজুড়ে থাকছে নিরাপত্তার কড়াকড়ি এবং সংগঠিত সাংগঠনিক পরিবেশনা।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...