Logo Logo

বিএনপি ক্ষমতায় গেলে আগের মতো লুট করবে : ডা. তাহের


Splash Image

বাংলাদেশ জামায়াতে ইসলামের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। ফাইল ছবি

বাংলাদেশ জামায়াতে ইসলামের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, “বিএনপি ধরে নিয়েছে এবার তারাই ক্ষমতায় যাবে আর ক্ষমতায় গিয়ে আগের মতো অপকর্ম করবে।”


বিজ্ঞাপন


মঙ্গলবার (১ জুলাই) দুপুরে রাজধানীর পল্টনে জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে আয়োজিত এক দোয়া মাহফিলে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, “আগামী নির্বাচনে জনগণ যাকে ভোট দেবে, তারাই নির্বাচিত হবে। নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হতে হবে, না হলে দেশ কঠিন পরিস্থিতির মুখোমুখি হবে, যা জনগণ মেনে নেবে না। সংস্কারবিহীন নির্বাচন আমরা গ্রহণ করব না।”

ডা. তাহের আরও বলেন, “পিআর সিস্টেমে নির্বাচনের বিষয়ে দুটি দল বাদে বাকি সব দলই ঐকমত্যে পৌঁছেছে।”

এসময় তিনি নির্বাচন ব্যবস্থায় কাঙ্ক্ষিত পরিবর্তনের ওপর জোর দিয়ে বলেন, “একটি অন্তর্ভুক্তিমূলক, নিরপেক্ষ ও বিশ্বস্ত নির্বাচন কমিশনের অধীনেই কেবল জনগণের ইচ্ছার প্রতিফলন সম্ভব।”

অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য বক্তারাও আগামী জাতীয় সংসদ নির্বাচন পিআর (প্রপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিতে আয়োজনের দাবি জানান। পাশাপাশি, ১৯৭৭ সালের ১ জুলাই অভ্যুত্থানে নিহত সেনাসদস্যদের হত্যাকারীদের বিচারের আওতায় আনার দাবি করেন তারা।

নেতা-কর্মীরা বলেন, “জুলাই শহীদ পরিবারের মতামত ও সম্মান রক্ষা না করে কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত হবে না। সরকার যদি জনগণের কথা শুনতে ব্যর্থ হয়, তবে জাতীয় ঐক্য বিনষ্ট হবে।”

দোয়া মাহফিলে শহীদ পরিবারের সদস্যসহ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, রাজনৈতিক কর্মী ও সাধারণ মানুষ অংশ নেন। বক্তারা তাদের বক্তব্যে অতীতের রাজনৈতিক ষড়যন্ত্র, বিচারহীনতা এবং নির্বাচন ব্যবস্থার দুর্বলতার বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...