Logo Logo
রাজনীতি
৩৬ দিনের ‘চেতনায় জুলাই’ কর্মসূচি

সংস্কার ও বিচার দাবিতে মাঠে ইসলামী আন্দোলন!


Splash Image

স্বাধীন বাংলাদেশের ইতিহাসে স্বৈরতন্ত্রবিরোধী চেতনার স্মারক হিসেবে “চেতনায় জুলাই” শীর্ষক ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। মঙ্গলবার দলটির নিয়মিত বৈঠক শেষে এক বিবৃতিতে মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ এ ঘোষণা দেন।


বিজ্ঞাপন


বিবৃতিতে তিনি বলেন, “জুলাই মাস আমাদের জন্য শুধু শোকের নয়, বরং দায়িত্বেরও স্মারক। তরুণদের রক্তে লেখা এই আত্মত্যাগ আজও বিচার ও সংস্কারের দাবিতে গর্জে ওঠে। তাদের শাহাদাতের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা এই কর্মসূচির সূচনা করছি।”

তিনি জানান, ইসলামী আন্দোলন ২৪ জুলাইকে স্মরণ করে ৩৬ দিনের ধারাবাহিক কর্মসূচি হাতে নিয়েছে, যার লক্ষ্য— দেশের জনগণের মধ্যে স্বৈরতন্ত্রবিরোধী চেতনা জাগ্রত ও স্থায়ী করা।

১৫ বছরের স্বৈরাচারী অপরাধের চিত্র এবং ইসলামী আন্দোলনের ভূমিকা তুলে ধরা

শহীদ ও আহতদের পরিবারকে সহায়তা ও সম্মাননা প্রদান

শহীদদের কবর জিয়ারত ও দোয়ার আয়োজন

৫ আগস্ট দেশব্যাপী “আওয়ামী নিপীড়ন” ডকুমেন্টারি প্রদর্শন

বিভাগীয় শহরে গণমিছিল, ২৫ জুলাই ঢাকায় যুব জমায়েত

ইসলামী ছাত্র আন্দোলনের নেতৃত্বে “ভয় নাই-প্রতিবাদেই মুক্তি” স্লোগানে বিক্ষোভ

১ আগস্ট জেলা ও থানা শহরে ডকুমেন্টারি ও সমাবেশ

ইসলামী ছাত্র আন্দোলন, যুব আন্দোলন ও শ্রমিক আন্দোলনের পক্ষ থেকেও পৃথকভাবে ৩৬ দিনের কর্মসূচি পালন করা হবে বলে জানানো হয়।

বিবৃতিতে দেশের জনগণ এবং অন্যান্য রাজনৈতিক দলসমূহকে এই কর্মসূচিতে সহায়তা ও সমর্থনের আহ্বান জানানো হয়।

দলের সিনিয়র যুগ্মমহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, অধ্যক্ষ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, সহকারী মহাসচিব মাওলানা আহমদ আব্দুল কাইয়ুম, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শাহ ইফতেখার তারিক, প্রচার সম্পাদক শেখ ফজলুল করীম মারুফসহ কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

-এমএসকে

আরও পড়ুন

জবির উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রথম পুনর্মিলন
জবির উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রথম পুনর্মিলন
নড়াইলে জেলা বিএনপির মৌন মিছিল ও সমাবেশ
নড়াইলে জেলা বিএনপির মৌন মিছিল ও সমাবেশ