ছবি: ওয়াশিংটন পোস্ট থেকে সংগৃহীত
বিজ্ঞাপন
ত্রাণ বিতরণে নিয়োজিত গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ) পরিচালিত এই শিবিরটি মে মাসের শেষ দিকে চালু করা হয়। যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সমর্থনে পরিচালিত এই প্রকল্পটি শুরু থেকেই বিতর্কের কেন্দ্রে ছিল।
এর আগে, ইসরাইলি সংবাদমাধ্যম হারেৎজ একটি প্রতিবেদনে দাবি করে, ইসরাইলি সেনাদের সরাসরি গুলি চালানোর নির্দেশ দেওয়া হয়েছিল ত্রাণপ্রার্থীদের ওপর, যাতে ভিড় কমানো যায়। এর ফলে বহু নিরীহ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন।
এই ঘটনার পর বিশ্বজুড়ে শুরু হয়েছে ব্যাপক প্রতিক্রিয়া। বিভিন্ন মানবাধিকার সংস্থা ও মানবিক সহায়তাদানকারী সংগঠনগুলো প্রকল্পটির বিরুদ্ধে মুখ খুলেছে। অক্সফাম, সেভ দ্য চিলড্রেনসহ অন্তত ১৭০টির বেশি এনজিও এই বিতর্কিত ত্রাণ কার্যক্রম বন্ধের আহ্বান জানিয়েছে।
জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনআরডব্লিউএর প্রধান ফিলিপ লাজ্জারিনি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে লিখেছেন, “এই কার্যক্রম গাজার মানুষকে শুধুই ক্ষুধা আর গুলির মুখে ফেলেছে।”
অন্যদিকে ইসরাইল দাবি করেছে, তাদের সেনারা ইচ্ছাকৃতভাবে ত্রাণপ্রার্থীদের লক্ষ্য করেনি। তবে মানবিক সংগঠনগুলোর অভিযোগ, ত্রাণ নিতে আসা সাধারণ মানুষই সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়ছেন।