ছবি-উগ্র হিন্দুদের হামলায় আহত মুসলিম যুবক (সংগৃহীত)
বিজ্ঞাপন
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মুঈবকে শুধুমাত্র ধর্মীয় পরিচয়ের কারণেই একদল উগ্রপন্থী হিন্দু আক্রমণ করে। তাকে লাঠি দিয়ে পিটিয়ে রাস্তায় ফেলে রাখা হয়। পরে পথচারীরা উদ্ধার করে স্থানীয় সরকারি হাসপাতালে ভর্তি করান।
তবে সেখানে অবস্থার অবনতি হলে পরিবারের সদস্যরা তাকে বেসরকারি হাসপাতালে নেন। কিন্তু চিকিৎসার উচ্চ ব্যয় বহন করতে না পেরে মুঈবকে বাড়িতে ফিরিয়ে আনা হয়। কিছুদিনের মধ্যে শারীরিক অবস্থার আরও অবনতি হলে তাকে পুনরায় হাসপাতালে ভর্তি করতে হয়েছে।
ঘটনার পর স্থানীয় সমাজকর্মীদের সহায়তায় মুঈবের পরিবার কাঁখাল থানায় অভিযোগ দায়ের করে। অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা হলেও এখন পর্যন্ত কাউকে পাকাপাকিভাবে গ্রেপ্তার করা হয়নি। পবন নামে একজনকে প্রাথমিকভাবে আটক করলেও পরে ছেড়ে দেওয়া হয়েছে।
স্থানীয় সমাজকর্মী ও মুসলিম নেতারা হামলার নিন্দা জানিয়ে অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবি তুলেছেন। তাদের অভিযোগ, প্রশাসন ধর্মীয় বিদ্বেষমূলক হামলার ঘটনায় ন্যায়বিচার নিশ্চিত করতে ব্যর্থ হচ্ছে।
- এমএসকে