Logo Logo

ইয়েমেন থেকে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ, উত্তেজনা চরমে


Splash Image

ক্ষেপণাস্ত্র নিক্ষেপ, ছবি- সংগৃহীত

গাজায় ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে চলমান অভিযানের প্রতিবাদে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। মঙ্গলবার রাতে এই হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে টাইমস অব ইসরায়েল।


বিজ্ঞাপন


ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এক বিবৃতিতে জানিয়েছে, ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র ইসরায়েলের দিকে আসতে দেখা যায়। সঙ্গে সঙ্গেই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয় এবং প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হয়।

ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের সময় ইসরায়েলের বিভিন্ন এলাকায় সতর্কতামূলক সাইরেন বাজানো হয়, ফলে সাধারণ মানুষের মধ্যে আতঙ্কের পরিবেশ তৈরি হয়।

পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে ইসরায়েলের হোম ফ্রন্ট কমান্ড জনগণকে নিরাপত্তাবিধি মেনে চলা এবং সংকেত অনুযায়ী আশ্রয়স্থলে যাওয়ার নির্দেশ দিয়েছে।

বিশেষজ্ঞরা মনে করছেন, গাজায় ইসরায়েলি হামলার জবাবেই এই হামলা চালিয়েছে হুথি বিদ্রোহীরা। তাদের মতে, এ ধরনের পদক্ষেপ মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে পারে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...