Logo Logo
রাজনীতি

ফের এনসিপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ


Splash Image

ছবি : সংগৃহীত।

রাজধানীর ব্যস্ত বানিজ্যিক এলাকা বাংলামোটরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ফের ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।


বিজ্ঞাপন


বুধবার (২ জুলাই) রাত ৯টার দিকে রূপায়ন ট্রেড সেন্টারের সামনে এ বিস্ফোরণ ঘটে, যা রাজনৈতিক অঙ্গনে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।

এনসিপির যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদীন শিশির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “ঢাকা মহানগর দক্ষিণের জুলাই পদযাত্রা উপলক্ষে একটি চিত্র প্রদর্শনী আয়োজন করেছিলাম। আমাদের প্রদর্শনী গাড়িটিকে লক্ষ্য করে ককটেল হামলা চালানো হয়, এতে গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়।”

বিস্ফোরণের পরপরই এনসিপির নেতাকর্মীরা তাৎক্ষণিক বিক্ষোভে ফেটে পড়েন। তারা বাংলামটর মোড়ে সড়ক অবরোধ করে হামলার তীব্র প্রতিবাদ জানান এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি করেন।

এর মাত্র কয়েকদিন আগে, ২৩ জুন রাত সাড়ে ১০টার দিকে একই এলাকায় অবস্থিত জাতীয় নাগরিক পার্টির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ের নিচে দলটির নেতাকর্মীদের লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করা হয়। ওই হামলায় আহত হন চারজন। আহতরা হলেন- শ্রমিক উইংয়ের শফিকুল ইসলাম, যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক আব্দুর রব, হাজারীবাগ থানার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম সদস্য সচিব সুমন হোসেন ও ঢাকা মহানগরের এনসিপির সদস্য আসিফ উদ্দিন সম্রাট।

এই দুই ঘটনায় এনসিপি নেতারা সুষ্ঠু তদন্ত ও হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, রাজধানীর মতো গুরুত্বপূর্ণ এলাকায় এ ধরনের বারবার ককটেল বিস্ফোরণ সরকারের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলে দেয়।

পুলিশ ও গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে এলাকাবাসীর দাবি, রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে বারবার এমন নাশকতা বরদাশত করা যায় না।

ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে বাংলামোটর ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করার দাবি জানাচ্ছে সাধারণ জনগণসহ এনসিপি নেতাকর্মীরা।

আরও পড়ুন

জবির উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রথম পুনর্মিলন
জবির উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রথম পুনর্মিলন
নড়াইলে জেলা বিএনপির মৌন মিছিল ও সমাবেশ
নড়াইলে জেলা বিএনপির মৌন মিছিল ও সমাবেশ