বিজ্ঞাপন
বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুর ১টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
দলের শীর্ষ নেতাদের সঙ্গে আলোচনার পর হঠাৎ করে এই সংবাদ সম্মেলনের ডাক দেওয়া হয়েছে বলে জানা গেছে। চলমান রাজনৈতিক অস্থিরতা, নির্বাচন কমিশনের ভূমিকা, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা নিয়ে বিরোধী জোটগুলোর নতুন সক্রিয়তা—এসব বিষয় উঠে আসতে পারে এই সংবাদ সম্মেলনে।
দলীয় সূত্র বলছে, বিএনপি সাম্প্রতিক রাজনৈতিক পরিবেশ নিয়ে তাদের অবস্থান ও ভবিষ্যৎ কর্মসূচি স্পষ্ট করবে আজকের সংবাদ সম্মেলনে।