Logo Logo
বিশ্ব

ভারতের হিমাচল প্রদেশে বন্যা ও ভূমিধসে মৃত ৩০, নিখোঁজ ৩৪


Splash Image

ভারতের হিমাচল প্রদেশে টানা ভারী বৃষ্টিপাতে ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি প্রাণহানির ঘটনাও ঘটেছে। এখন পর্যন্ত সেখানে ৩০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এবং নিখোঁজ রয়েছেন আরও ৩৪ জন।


বিজ্ঞাপন


প্রদেশটির দুর্যোগ ব্যবস্থাপনা ও রাজস্ব বিভাগের বিশেষ সচিব ডিসি রানা এই তথ্য নিশ্চিত করেছেন। খবর প্রকাশ করেছে বিবিসি।

বিশেষ সচিব ডিসি রানা বিবিসি হিন্দি সার্ভিসকে জানান, হিমাচলে এ বছরের বর্ষা মৌসুম শুরু হয়েছে ১৯ জুন থেকে এবং তখন থেকেই রাজ্যের বিভিন্ন অঞ্চলে প্রবল বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত জেলার মধ্যে অন্যতম মান্ডি, যেখানে গত বুধবার একদিনেই ১০ জনের মৃত্যু হয়েছে বলে জানান তিনি।

তিনি আরও জানান, গত ২৯ ও ৩০ জুন হিমাচলজুড়ে প্রবল বর্ষণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অনেক স্থানে হঠাৎ বন্যা, ভূমিধস ও রাস্তা ধসে পড়ার ঘটনা ঘটেছে। এতে পরিবহন ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে এবং অনেক এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে।

বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, রাজ্যের একাধিক জায়গায় গুরুত্বপূর্ণ মহাসড়ক ও সড়কপথ বন্ধ হয়ে গেছে। টানা বৃষ্টির ফলে পাহাড়ি ঢল ও ভূমিধসের আশঙ্কায় মানুষজনকে সতর্ক করা হচ্ছে।

বিবিসি আরও জানায়, হিমাচল প্রদেশের মান্ডি অঞ্চলের ওপর দিয়ে প্রবাহিত বিয়াস নদী বিপদসীমার ওপরে চলে যাওয়ায় আশপাশে বন্যা দেখা দিয়েছে। এ অবস্থায় ভারতীয় আবহাওয়া বিভাগ (আইএমডি) পুরো রাজ্যের জন্য রেড অ্যালার্ট জারি করেছে। আবহাওয়াবিদরা আরও সতর্ক করে বলছেন, আগামী দিনগুলোতেও ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।

রাজ্য প্রশাসন জানিয়েছে, উদ্ধার কার্যক্রম জোরদার করা হয়েছে এবং সেনাবাহিনীসহ জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ) ঘটনাস্থলে মোতায়েন রয়েছে।

আরও পড়ুন

জবির উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রথম পুনর্মিলন
জবির উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রথম পুনর্মিলন
নড়াইলে জেলা বিএনপির মৌন মিছিল ও সমাবেশ
নড়াইলে জেলা বিএনপির মৌন মিছিল ও সমাবেশ