Logo Logo
রাজনীতি

রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের আইনি কাঠামোর পক্ষে একমত বিএনপি ও জামায়াত


Splash Image

রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের ক্ষেত্রে আইনগত কাঠামো প্রণয়নের পক্ষে একমত হয়েছে দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।


বিজ্ঞাপন


একইসঙ্গে রাষ্ট্রপতির এই ক্ষমতা যেন স্পষ্টভাবে আইনের মাধ্যমে নিয়ন্ত্রিত হয়, তাতে একমত পোষণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে অনুষ্ঠিত জাতীয় ঐকমত্য কমিশনের অষ্টম দিনের বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি বলেন, "রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের বিষয়টি যেন আইনের মাধ্যমে হয়, সেই প্রস্তাবে আমরা একমত হয়েছি। গণতন্ত্রে জবাবদিহিতা নিশ্চিত করতে এটি জরুরি।"

অন্যদিকে, জামায়াতে ইসলামীর প্রতিনিধি হিসেবে বৈঠকে অংশগ্রহণকারী নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মুহম্মদ তাহের বলেন, "রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের বিষয়টি যেন কেবল নির্বাহী ইচ্ছার ওপর নির্ভর না করে, বরং একটি সুস্পষ্ট আইন দ্বারা পরিচালিত হয়, সে বিষয়ে আমরা একমত হয়েছি।"

বৃহস্পতিবার সকাল থেকেই ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের এই অষ্টম দিনের আলোচনা শুরু হয়। এতে বিএনপি ও জামায়াত ছাড়াও অংশ নেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন, লেবার পার্টির সভাপতি ডা. মোস্তাফিজুর রহমান ইরান এবং আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ফুয়াদ আব্দুল্লাহ।

আরও পড়ুন

জবির উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রথম পুনর্মিলন
জবির উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রথম পুনর্মিলন
নড়াইলে জেলা বিএনপির মৌন মিছিল ও সমাবেশ
নড়াইলে জেলা বিএনপির মৌন মিছিল ও সমাবেশ