বিজ্ঞাপন
বুধবার (৩ জুলাই) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন নড়াইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লিংকন বিশ্বাস।
সভায় অভিবাসন কার্যক্রম সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের প্রতিনিধি, এনজিও কর্মকর্তা, গণমাধ্যমকর্মীসহ সংশ্লিষ্টরা অংশগ্রহণ করেন।
বৈদেশিক কর্মসংস্থান, অভিবাসীদের সেবা নিশ্চিতকরণ, প্রতারণা প্রতিরোধ এবং দক্ষতা উন্নয়নের মাধ্যমে কর্মীদের প্রস্তুত করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
কর্মসংস্থান ও জনশক্তি অফিস, নড়াইলের উপ-পরিচালক মো. আবুল কাশেমসহ অন্যান্যরা সভায় মতামত দেন।
সভাপতির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক লিংকন বিশ্বাস বলেন,
“অভিবাসন শুধু ব্যক্তির নয়, দেশের অর্থনীতির জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই অভিবাসন কার্যক্রমে সমন্বয়, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।”
সভা শেষে অভিবাসন ব্যবস্থাকে আরও কার্যকর ও মানবিক করতে জেলা পর্যায়ে বাস্তবমুখী বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়।
-মো. নূরুন্নবী সামদানী, নড়াইল জেলা প্রতিনিধি