Logo Logo
অপরাধ

তেঁতুলিয়ায় ধান সংগ্রহে বড় অনিয়ম, আটকে গেল বার্ষিক প্রতিবেদন


Splash Image

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সরকারি খাদ্যগুদামে ধান সংগ্রহে বড় ধরনের অনিয়ম, ওজনে কম, হিসাব গরমিলসহ ফরিয়া ব্যবসায়ীদের মাধ্যমে ধান সংগ্রহের অভিযোগ। তদন্তে বেরিয়ে এলো ভয়াবহ দুর্নীতি।


বিজ্ঞাপন


পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সরকারি খাদ্যগুদামে বোরো-ইরি ধান সংগ্রহে ব্যাপক অনিয়ম, গরমিল ও কর্মকর্তাদের দায়িত্বহীনতার অভিযোগ উঠেছে। এসব অনিয়মের কারণে তিনদিন ধরে পরিদর্শন করেও ২০২৪-২৫ অর্থবছরের বার্ষিক প্রতিবেদন জমা দিতে পারেননি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।

জানা যায়, ইউএনও আফরোজ শাহীন খসরু ৩০ জুন থেকে ২ জুলাই পর্যন্ত টানা তিনদিন তেঁতুলিয়া লোকাল সাপ্লাই ডিপো (এলএসডি) পরিদর্শন করেন। কিন্তু খাদ্যগুদামের কর্মকর্তাদের অসহযোগিতার কারণে প্রতিবেদন চূড়ান্ত করা সম্ভব হয়নি।

পরিদর্শনে গিয়ে দেখা যায়, খাদ্যগুদামের বিভিন্ন খামারে ধান, চাল ও খালি বস্তার হিসাব মিলছে না। উদাহরণ হিসেবে, এফএস-৩ এর ৩ নম্বর খামালে থাকার কথা ২০ হাজার ৭৫ পিস বস্তা। কিন্তু পরীক্ষা করে দেখা যায়, বেশিরভাগ বস্তা পুরনো ও অন্য মিলের; নতুন ওহি জুট ফাইবারের বস্তা পাওয়া গেছে মাত্র একটি বেলে।

একইভাবে ৪ নম্বর খামালে ঘোষিত ৭,৬৩৪টি বস্তার বদলে পাওয়া গেছে মাত্র ৬,২০০টি পুরনো বস্তা। ৫ নম্বর খামালের ১,৯৩৫টি খালি বস্তাও উধাও। এ সময় ইউএনও খামাল খুলে সব বস্তা গণনার নির্দেশ দিলেও উপজেলা খাদ্য নিয়ন্ত্রক জাকারিয়া আহমেদ তাতে অস্বীকৃতি জানান।

এছাড়া বোরো ধান সংগ্রহে ওজনে কম দেওয়া, আদ্রতা পরীক্ষায় জালিয়াতি, আমন চালের খামালে বোরো ধানের স্টেনসিলযুক্ত বস্তা পাওয়া, সবকিছুই ধরা পড়ে পরিদর্শনে।

অভিযোগ আছে, প্রকৃত কৃষকদের বাদ দিয়ে ফরিয়া ব্যবসায়ীদের কাছ থেকে ধান সংগ্রহ করা হচ্ছে। কৃষকরা জানাচ্ছেন, সরকারি ধান-চাল সংগ্রহের খবরই তারা জানতে পারেননি। আবেদন নেওয়া হলেও লটারি না করে কর্মকর্তাদের ‘পছন্দের’ লোকজনের কাছ থেকে ধান সংগ্রহের অভিযোগও উঠেছে।

এ বিষয়ে খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবেল আলম বলেন, ‘‘সব ঠিকঠাক হয়েছে। অফিসে আসলে কথা বলবো।’’

সাবেক খাদ্য নিয়ন্ত্রক কামরুজ্জামান বলেন, ‘‘সব নিয়ম মেনেই কাজ হয়েছে, অফিসে তালিকা পাওয়া যাবে।’’

বর্তমান ভারপ্রাপ্ত উপজেলা খাদ্য নিয়ন্ত্রক জাকারিয়া আহমেদ বলেন, ‘‘আমি নতুন এসেছি। কৃষকদের হিসাবেই বিল দেওয়া হয়। কাগজপত্র দেখে বলতে পারবো।’’

তবে ইউএনও আফরোজ শাহীন খসরু স্পষ্ট বলেন, ‘‘তিনদিনেও খাদ্যগুদামের অনিয়মের শেষ পাওয়া যাচ্ছে না। সরকারি স্বার্থ রক্ষায় তদন্ত চলছে। দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’’

-মুহম্মদ তরিকুল ইসলাম, তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি

আরও পড়ুন

জবির উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রথম পুনর্মিলন
জবির উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রথম পুনর্মিলন
নড়াইলে জেলা বিএনপির মৌন মিছিল ও সমাবেশ
নড়াইলে জেলা বিএনপির মৌন মিছিল ও সমাবেশ