Logo Logo

সরাইলে ওয়ারিশ সনদ জালিয়াতি: ইউপি সদস্যকে কারণ দর্শানোর নোটিশ


Splash Image

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহজাদাপুর ইউনিয়নে ওয়ারিশ সনদ জালিয়াতির অভিযোগ উঠেছে। এ অভিযোগে ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. আপন মিয়াকে কারণ দর্শানোর নোটিশ জারি করেছে উপজেলা প্রশাসন।


বিজ্ঞাপন


উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোশারফ হোসাইন স্বাক্ষরিত ওই নোটিশে ইউপি সদস্যকে আগামী ৩ (তিন) কর্মদিবসের মধ্যে লিখিত জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

এ বিষয়ে ইউপি সদস্য মো. আপন মিয়া বলেন, “আমি জানতাম না, ওই পরিবারের দুই পক্ষ ওয়ারিশান আছে। প্রথমে এক পক্ষকে ওয়ারিশ সনদ দেওয়া হয়। পরে জানতে পারি, ওই ব্যক্তির আরও একটি পরিবার আছে, যারা আমাদের এলাকায় বসবাস করেন না। এলাকায় না থাকার কারণে অনিচ্ছাকৃত ভুল হয়েছে। পরে আমি তা সংশোধন করেছি।”

এ বিষয়ে ইউএনও মো. মোশারফ হোসাইন বলেন, “তার (আপন মিয়া) বিরুদ্ধে ওঠা জালিয়াতির অভিযোগ প্রমাণে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। আগামী তিন কর্মদিবসের মধ্যে সন্তোষজনক জবাব দিতে বলা হয়েছে। অন্যথায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পরামর্শে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

-মুরাদ হাসান উজ্জ্বল, সরাইল প্রতিনিধি।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...