Logo Logo
ক্যাম্পাস

হাবিপ্রবি উপাচার্যের টাইমলাইনে প্রধান উপদেষ্টার পদত্যাগ চাওয়া পোস্ট!


Splash Image

ছবি: সংগৃহীত

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মো. এনামউল্যা প্রধান উপদেষ্টা ড. মু. ইউনূসের পদত্যাগ চেয়ে করা একটি ফেসবুক পোস্ট নিজের টাইমলাইনে শেয়ার করে সমালোচনার মুখে পড়েছেন। পরে তিনি পোস্টটি সরিয়ে ফেলেছেন।


বিজ্ঞাপন


গত ১ জুলাই কালের কণ্ঠ অনলাইনে ‘স্বৈরাচার পতনে যাতে ১৬ বছর অপেক্ষা করতে না হয় সেই কাজ করছি : প্রধান উপদেষ্টা’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। ওই সংবাদের শিরোনামের স্ক্রিনশট ফেসবুকে শেয়ার করেন জাকির হোসাইন নামের একজন ব্যবহারকারী। তিনি ক্যাপশনে লেখেন, “আগামী ফেব্রুয়ারি ২০২৬-এর মধ্যে কি পতন হবে?”

এই পোস্টটিই নিজের ফেসবুক টাইমলাইনে শেয়ার করেন হাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. এনামউল্যা। শেয়ারের পরপরই পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। শিক্ষার্থীসহ বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট বিভিন্ন ফেসবুক পেজেও এটি ছড়িয়ে পড়ে। এতে উপাচার্য সত্যিই প্রধান উপদেষ্টার পদত্যাগ চান কিনা—এ নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।

সমালোচনার মুখে উপাচার্য পরে তাঁর ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে ওই পোস্টটি মুছে ফেলেন।

এ বিষয়ে জানতে উপাচার্যের হোয়াটসঅ্যাপ নম্বরে কয়েকবার মেসেজ পাঠানো হলেও তিনি কোনো উত্তর দেননি। মেসেজগুলো ‘সীন’ করা হলেও সাড়া মেলেনি। পরে মোবাইল ফোন এবং হোয়াটসঅ্যাপে কল করেও তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

-মোঃ আওলাদ হোসেন, হাবিপ্রবি প্রতিনিধি

আরও পড়ুন

জবির উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রথম পুনর্মিলন
জবির উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রথম পুনর্মিলন
নড়াইলে জেলা বিএনপির মৌন মিছিল ও সমাবেশ
নড়াইলে জেলা বিএনপির মৌন মিছিল ও সমাবেশ