ছবি : সংগৃহীত।
বিজ্ঞাপন
গতকাল শনিবার রাজধানীর একটি সম্মেলনকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সভায় অংশগ্রহণ করেন ইন্দোনেশিয়ার প্রসপারাস জাস্টিস পার্টির কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের সদস্য ও সংসদীয় দলের প্রধান ড. এইচ. জাজুলি জুওয়াইনি এবং একই দলের কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের সেক্রেটারি জেনারেল ড. দানাং আজিজ আকবারোনা।
এছাড়াও উপস্থিত ছিলেন মালয়েশিয়ার এশিয়ান ফোরাম ফর পিস অ্যান্ড ডেভেলপমেন্ট (AFPAD)-এর চেয়ারম্যান ড. সৈয়দ আজমান বিন সৈয়দ আহমাদ নওয়াবি, জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সদস্য ও ইন্টারন্যাশনাল ইনস্টিটিউশন অব অ্যাডভান্সড ইসলামিক স্টাডিসের আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক বিশেষ কর্মকর্তা মোহাম্মদ ফাইয বিন মোহাম্মদ নওয়িও। সভায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার মোহদ শুহাদা বিন ওসমান।
আলোচনায় শিক্ষাব্যবস্থা, উচ্চশিক্ষা, গবেষণা ও নেতৃত্ব বিকাশে পারস্পরিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় হয়। একইসঙ্গে, মুসলিম ছাত্র ও যুবসমাজের অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো নিয়েও গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়।
সভায় ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দামসহ সংগঠনের কেন্দ্রীয় সেক্রেটারিয়েটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।