Logo Logo
বিশ্ব

পাকিস্তানের সঙ্গে যুদ্ধে ভারতের ২৫০ সেনা নিহতের দাবি, পরিস্থিতি উত্তপ্ত


Splash Image

ছবি: সংগৃহীত

কাশ্মীরের পেহেলগাম ইস্যু ঘিরে সীমান্তে উত্তেজনার মধ্যেই পাকিস্তানের সঙ্গে চলমান সংঘাতে বড় ধরনের ক্ষয়ক্ষতির মুখে পড়েছে ভারত। পাকিস্তানের গণমাধ্যমগুলোর দাবি, নিয়ন্ত্রণ রেখায় (এলওসি) ‘অপারেশন সিন্দুর’ চলাকালে ২৫০ জনের বেশি ভারতীয় সেনা নিহত হয়েছেন।


বিজ্ঞাপন


রোববার (৬ জুলাই) পাকিস্তানের সামা টিভি এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করে।

প্রতিবেদনে বলা হয়, এত বড় ক্ষয়ক্ষতি সত্ত্বেও ভারতের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক স্বীকারোক্তি আসেনি। তবে বিষয়টি নিয়ে ভারতীয় সেনাবাহিনীর ভেতরে প্রচণ্ড চাপ তৈরি হয়েছে।

সূত্রের বরাত দিয়ে সামা টিভি আরও জানায়, ভারত সরকার গোপনে ১০০ জনের বেশি নিহত সেনাকে মরণোত্তর সম্মাননা দেওয়ার পরিকল্পনা করছে, যাতে বড় পরিসরে এই ঘটনা আড়াল রাখা যায়।

এছাড়া, পাঠানকোট ও উদমপুর বিমানঘাঁটির ক্ষয়ক্ষতি নিয়ে আন্তর্জাতিক কিছু গণমাধ্যম ও ভারতীয় স্বাধীন সংবাদমাধ্যম প্রতিবেদন প্রকাশ করলেও, সরকার তা অস্বীকার করছে।

বিশ্লেষকদের মতে, ভারত এখন একদিকে যুদ্ধ পরিস্থিতি, অন্যদিকে তথ্য নিয়ন্ত্রণের চাপে পড়েছে। এতে পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করছে।

প্রতিবেদনে আরও বলা হয়, পাকিস্তানের ‘অপারেশন বুনিয়ানুম-মারসুস’ সফল দাবি করা হয়েছে। সেই সঙ্গে ভারতীয় যুদ্ধবিমান ধ্বংসের ঘটনাও উঠে এসেছে, যা দুই দেশের মধ্যকার উত্তেজনা আরও বাড়িয়ে তুলেছে।

আরও পড়ুন

জবির উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রথম পুনর্মিলন
জবির উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রথম পুনর্মিলন
নড়াইলে জেলা বিএনপির মৌন মিছিল ও সমাবেশ
নড়াইলে জেলা বিএনপির মৌন মিছিল ও সমাবেশ