Logo Logo
বিশ্ব

নিশ্চিন্তে ঘুমিয়ে ৯ লাখ টাকা আয় !


Splash Image

ছবি : সংগৃহীত।

ভারতের পুণে শহরে অভিনব এক প্রতিযোগিতায় অংশ নিয়ে টানা ঘুমের মাধ্যমে ৯ লাখ টাকার বেশি পুরস্কার জিতে নিয়েছেন পূজা মাধবওবহাল নামের এক তরুণী। ‘স্লিপ ইন্টার্নশিপ’ নামের এই ব্যতিক্রমধর্মী উদ্যোগে প্রতিযোগীদের কাজ ছিল প্রতিদিন নির্দিষ্ট সময় ধরে ঘুমানো।


বিজ্ঞাপন


ঘুমকে ঘিরে গবেষণাধর্মী এই প্রতিযোগিতার আয়োজন করেছিল ভারতের বিখ্যাত ম্যাট্রেস প্রস্তুতকারী প্রতিষ্ঠান ওয়েকফিট (Wakefit)। এতে অংশ নিয়েছিলেন পূজাসহ মোট ১৫ জন নির্বাচিত প্রতিযোগী। প্রতিদিন টানা ৯ ঘণ্টা করে দুই মাস ঘুমানোর এই চ্যালেঞ্জে পূজার ঘুমের গুণগত মান ও শারীরিক-মানসিক ভারসাম্য ছিল সবার সেরা। ফলে বিজয়ী হিসেবে পুরস্কার হিসেবে তিনি পেয়েছেন ৯.১ লাখ টাকা।

এই ‘স্লিপ ইন্টার্নশিপ’ মূলত ঘুম ও এর প্রভাব নিয়ে পরিচালিত একটি বৈজ্ঞানিক পর্যবেক্ষণ। নির্বাচিত প্রতিযোগীদের রাখা হয় মনিটরড ঘরে। সেখানে বিশেষজ্ঞ দল ও আধুনিক প্রযুক্তি ব্যবহার করে নজরদারি করা হয় ঘুমের সময়, হার্টবিট, স্ট্রেস লেভেল, ও অন্যান্য শারীরিক বৈশিষ্ট্যের ওপর। প্রতিদিন ঠিকঠাক ঘুমানো, ঘুমের গভীরতা ও মান নিয়ে চলে মূল্যায়ন। সবদিক বিশ্লেষণ করে সর্বোচ্চ মানসম্পন্ন ঘুম যিনি দিতে পেরেছেন, তাকেই বিজয়ী ঘোষণা করা হয়।

প্রতিযোগিতার নিয়ম

এই ঘুমভিত্তিক ইন্টার্নশিপে অংশ নিতে হলে কয়েকটি শর্ত মানা বাধ্যতামূলক। যেমন:

প্রতিযোগীর বয়স কমপক্ষে ২২ বছর হতে হবে।

একজন ব্যক্তি একবারই আবেদন করতে পারবেন।

আবেদনপত্রে কোনও অংশ ফাঁকা থাকলে তা অবৈধ বলে গণ্য হবে।

ভুল তথ্য দিলে প্রত্যাশীকে বাদ দেওয়া হবে।

আবেদনকারীদের সাথে মেসেজ, ই-মেইল ও ফোনের মাধ্যমে নিয়মিত যোগাযোগ রাখা হয়।

পূর্ববর্তী সিজনের অংশগ্রহণকারীরা আর আবেদন করতে পারবেন না।

আয়োজক প্রতিষ্ঠানের কোনও কর্মীর পরিবারের সদস্যরা প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন না।

এবারের স্লিপ ইন্টার্নশিপে বিজয়ী পূজার পাশাপাশি বাকি ১৪ জন প্রতিযোগীও উপেক্ষিত নন। তাদের প্রত্যেককে ওয়েকফিট সংস্থা থেকে এক লাখ টাকা করে সম্মাননা প্রদান করা হয়েছে।

এই ধরনের প্রতিযোগিতা শুধু পুরস্কারের দিক থেকেই নয়, ঘুমকে ঘিরে সচেতনতা তৈরি এবং বৈজ্ঞানিক তথ্য সংগ্রহের মাধ্যম হিসেবেও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। আধুনিক জীবনে অনিদ্রা, মানসিক চাপ ও ঘুমহীনতা একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এর বিপরীতে ঘুমের গুরুত্বকে প্রতিষ্ঠা করতেই এমন ব্যতিক্রমী আয়োজন বলে জানায় আয়োজক প্রতিষ্ঠান।

ঘুম কখনও কল্পনায়ও উপার্জনের উৎস হবে, তা হয়তো আগে ভাবা যায়নি। কিন্তু প্রযুক্তি ও গবেষণাভিত্তিক এই নতুন ধারার প্রতিযোগিতা সেই চিন্তাকেই বাস্তবে রূপ দিয়েছে। ‘স্লিপ ইন্টার্নশিপ’ শুধু বিশ্রামই নয়, ঘুমকে পরিণত করেছে সম্মান, সচেতনতা ও উপার্জনের এক নতুন দিগন্তে।

আরও পড়ুন

জবির উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রথম পুনর্মিলন
জবির উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রথম পুনর্মিলন
নড়াইলে জেলা বিএনপির মৌন মিছিল ও সমাবেশ
নড়াইলে জেলা বিএনপির মৌন মিছিল ও সমাবেশ