Logo Logo
রাজনীতি
নাহিদ ইসলামের হুঁশিয়ারি

‘জুলাই পদযাত্রায় বাধা দিলে আওয়ামী লীগের মতো পরিণতি হবে’


Splash Image

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। ছবি : সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এনসিপির রাজনৈতিক কর্মসূচিতে বাধা দেওয়ার চেষ্টা হলে আওয়ামী লীগের মতো পরিণতি ভোগ করতে হবে।


বিজ্ঞাপন


‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচিকে ঘিরে নাটোরে সম্ভাব্য বাধা প্রদানের খবরে ক্ষোভ প্রকাশ করে তিনি এ মন্তব্য করেন।

সোমবার (৭ জুলাই) নাটোরে স্থানীয় একটি সভায় দেওয়া বক্তব্যে নাহিদ ইসলাম বলেন, “আমরা শুনেছি, নাটোরে আমাদের কর্মসূচিতে ব্যানার ছিঁড়ে বাধা দিতে চেয়েছিল। আমি তাদের হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, মাত্র এক বছর আগে যারা এভাবে কর্মসূচিতে বাধা দিয়েছে তারা আজ নিজেরাই বাংলাদেশে নাই। ঐ পরিস্থিতি থেকে শিক্ষা না নিলে সামনের দিনে যারা বাধা দিবে, তাদের পরিণতিও সেদিকেই যাবে।”

তিনি আরও বলেন, “ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে নাটোরের ছাত্র-জনতার ঐক্যবদ্ধতার কারণেই আমরা পতন ঘটাতে পেরেছি। এবার আমাদের যাত্রা দেশ গঠনের। নতুন বাংলাদেশ গড়বো আমরা—যেখানে গণতন্ত্র থাকবে, সমতা থাকবে, ইনসাফ থাকবে। দুর্নীতিমুক্ত ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার চেষ্টা আমাদের।”

এনসিপির আহ্বায়ক তার বক্তব্যে তরুণদের প্রতি আস্থার বার্তা দিয়ে বলেন, “দেশ গড়তে আপনাদের সহযোগিতা দরকার। আপনারা তরুণদের সহযোগিতা করুন। ঐক্যবদ্ধভাবে আমরা এই বাংলাদেশ বিনির্মাণ করতে পারবো।”

তিনি ‘জুলাই ঘোষণা’ ও ‘জুলাই সনদ’ নিয়ে কোনো ধরনের টালবাহানা বরদাশত না করার কথাও স্পষ্ট করে বলেন, “জুলাই ঘোষণা ও জুলাই সনদ নিয়ে কোনো টালবাহানা এনসিপি সহ্য করবে না।”

উল্লেখ্য, ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ শীর্ষক কর্মসূচিকে সামনে রেখে এনসিপি দেশব্যাপী সংগঠন বিস্তারে সক্রিয় হয়েছে। দলের নেতারা বলছেন, এই কর্মসূচি শুধু একটি রাজনৈতিক পদক্ষেপ নয়; এটি একটি নতুন বাংলাদেশের রূপরেখা উপস্থাপন।

আরও পড়ুন

জবির উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রথম পুনর্মিলন
জবির উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রথম পুনর্মিলন
নড়াইলে জেলা বিএনপির মৌন মিছিল ও সমাবেশ
নড়াইলে জেলা বিএনপির মৌন মিছিল ও সমাবেশ