Logo Logo
বিশ্ব

ইরান থেকে তিন লাখ আফগান ফেরত! সীমান্তে চরম উত্তেজনা


Splash Image

ছবি: সংগৃহীত

আফগানিস্তান সীমান্তে আবারও উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে। ইরান থেকে বিপুল সংখ্যক আফগান অভিবাসীকে ফেরত পাঠানো অব্যাহত রয়েছে।


বিজ্ঞাপন


আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) তথ্য অনুযায়ী, চলতি বছরের জুনের শুরুর দিক থেকেই ইরান থেকে হাজার হাজার আফগানকে দেশে পাঠানো হচ্ছে। সংস্থাটি জানিয়েছে, এখন পর্যন্ত চার লাখ ৫০ হাজারের বেশি আফগান ইরান থেকে আফগানিস্তানে ফিরে গেছেন।

হেরাত প্রদেশের ইসলাম কালা সীমান্ত দিয়ে গত দুই সপ্তাহের মধ্যে প্রায় তিন লাখ আফগান নাগরিক আফগানিস্তানে প্রবেশ করেছেন বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। তাদের মধ্যে কেউ কেউ স্বেচ্ছায় ফিরেছেন, আবার অনেককে জোরপূর্বক ফেরত পাঠানো হয়েছে।

আফগানিস্তানের হেরাতের তথ্য ও সংস্কৃতি বিভাগের প্রধান আহমাদুল্লাহ মুত্তাকি জানান,

‘সীমান্ত পাড়ি দিয়ে বিপুল সংখ্যক মানুষ দেশে ফিরছে। কেউ স্বেচ্ছায় আসছে, কেউ বাধ্য হয়ে।’

বিশ্ব গণমাধ্যমের তথ্য বলছে, তেহরানে সাম্প্রতিক হামলার পর ইরানে আফগানদের ওপর চাপ ও হয়রানি আশঙ্কাজনকভাবে বেড়েছে। অনেকেই জানিয়েছেন,

তাদেরকে কঠোর পরিস্থিতির মধ্যে দিন কাটাতে হচ্ছে, নিয়মিত গ্রেপ্তার ও হয়রানির শিকার হতে হচ্ছে।

এক প্রত্যাবর্তনকারী আফগান বলেন,

‘ইরানে আমাদের প্রতি আচরণ ভয়াবহ হয়ে উঠেছিল। অভিযোগ করেও কোনো সমাধান পাইনি।’

আরেকজন জানান, ‘ইরানজুড়ে চেকপয়েন্ট বসানো হয়েছে, যত্রতত্র গ্রেপ্তার চালানো হচ্ছে।’

আফগান সরকার জানিয়েছে, তারা ইরান সরকারের সঙ্গে বিষয়টি নিয়ে কূটনৈতিক আলোচনা চালিয়ে যাবে। তারা বলছে, ইসলামি মূল্যবোধ এবং সুপ্রতিবেশীর নীতির আলোকে অভিবাসীদের প্রতি সহানুভূতিশীল আচরণের আহ্বান জানানো হয়েছে।

বিশেষজ্ঞদের আশঙ্কা,

এভাবে বিপুল সংখ্যক শরণার্থী ফেরত পাঠানো হলে আফগানিস্তানের স্থিতিশীলতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে।

উল্লেখ্য, বর্তমানে ইরানে প্রায় ৪০ লাখ আফগান শরণার্থী রয়েছেন। তাদের অনেকেই দীর্ঘ দশক ধরে দেশটিতে বসবাস করছেন।

আরও পড়ুন

জবির উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রথম পুনর্মিলন
জবির উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রথম পুনর্মিলন
নড়াইলে জেলা বিএনপির মৌন মিছিল ও সমাবেশ
নড়াইলে জেলা বিএনপির মৌন মিছিল ও সমাবেশ