Logo Logo
অপরাধ

পাইকগাছায় ৮০ বছরের দখলীয় সম্পত্তি জবরদখলের পাঁয়তারা


Splash Image

পাইকগাছায় ৮০ বছরের দখলীয় শরিকানার সম্পত্তি জবরদখলের পাঁয়তারার অভিযোগ উঠেছে। এ বিষয়ে ইউনিয়ন পরিষদের সালিশ না মেনে প্রতিপক্ষ ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে জড়িয়ে আদালতে মামলা করেছে।


বিজ্ঞাপন


ফলে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনায় রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কাও দেখা দিয়েছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার দেলুটী ইউনিয়নের সৈয়দখালী মৌজায় ১৯৪৫ সালের ১৬ মে ১৩৭৬ নং দলিল মূলে মৃত আলী আকবর শেখ ও মৃত ইসমাইল শেখ যৌথ মালিকানায় এসএ ৮৬ খতিয়ানভুক্ত ৪২৯ দাগে ১ একর ৫৪ শতক জমি মৃত কাশেম শেখের নিকট থেকে ক্রয় করেন।

এরপর উভয় পরিবার সেখানে ঘরবাড়ি তৈরি করে, গাছপালা রোপণ করে দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছিলেন।

পরে পানি উন্নয়ন বোর্ড ২২১/৬৭-৬৮ নং এলএ কেসের মাধ্যমে ওই দাগের ১ একর ৫৪ শতকের মধ্যে ১ একর ১০ শতক জমি অধিগ্রহণ করে নেয়। বাকি ৬৪ শতক জমি উভয় পরিবারের ওয়ারিশরা ভোগদখল করে আসছেন।

অভিযোগ রয়েছে, আলী আকবর শেখের ওয়ারিশরা সেটেলমেন্ট জরিপ চলাকালে ইসমাইল শেখের ওয়ারিশদের উপেক্ষা করে সংশ্লিষ্ট কর্মকর্তাকে ভুল বুঝিয়ে একতরফাভাবে নিজেদের নামে রেকর্ড করে নেয়। এতে ইসমাইল শেখের উত্তরাধিকারীদের সঙ্গে প্রতারণা ও বিশ্বাসঘাতকতা করা হয়েছে।

অধিগ্রহণকৃত সম্পত্তির টাকা উত্তোলনের পাশাপাশি তারা এখন বাকি সব জমি জোরপূর্বক দখল করতে চাইছে।

জানা যায়, জবরদখলের আশঙ্কায় ৮ এপ্রিল ইসমাইল শেখের পুত্র আবু তালেব ও ওমর আলী শেখের পক্ষে ফজলুর রহমানের পুত্র নওয়াজ আলী শেখ বাদী হয়ে লিয়াকত শেখ, মুর্শিদুল শেখ ও আল-আমীন শেখের বিরুদ্ধে দেলুটী ইউনিয়ন পরিষদে সালিশি মামলা করেন।

পরিষদ অভিযোগ পেয়ে গত ৪ জুন উভয় পক্ষকে নোটিশ দিয়ে সালিশের দিন ধার্য করে। এরপর ১৫ জুন গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে উভয় পক্ষের কাগজপত্র যাচাই করে সালিশের রায় প্রদান করে ইউনিয়ন পরিষদ।

অভিযোগ রয়েছে, গত ১ জুন আলী আকবরের পক্ষের লোকজন ইসমাইল পক্ষের দখলীয় জমিতে গিয়ে পুকুরের মাছ ও নারকেল লুটপাট করে। এক সপ্তাহ পর আবারও জোরপূর্বক ঘেরের মাছ লুটপাট করে এবং ঘর নির্মাণ শুরু করে।

দেলুটী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুকুমার কবিরাজ বলেন, "পরিষদে উভয় পক্ষের কাগজপত্র দেখে সুষ্ঠুভাবে সালিশ করেছি। এতে ক্ষিপ্ত হয়ে প্রতিপক্ষ আমার বিরুদ্ধে মিথ্যা মামলা করেছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন।"

এ বিষয়ে পাইকগাছা থানার এসআই আনিস জানান, "থানায় অভিযোগ পেয়ে আমি সরেজমিন পরিদর্শনে গিয়েছি। উভয় পক্ষকে শান্তিপূর্ণভাবে বসবাসের নির্দেশ দিয়েছি এবং আগামীকাল প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে থানায় হাজির হতে বলেছি।

-পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

আরও পড়ুন

জবির উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রথম পুনর্মিলন
জবির উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রথম পুনর্মিলন
নড়াইলে জেলা বিএনপির মৌন মিছিল ও সমাবেশ
নড়াইলে জেলা বিএনপির মৌন মিছিল ও সমাবেশ