Logo Logo
রাজনীতি

গণহত্যার জন্য আওয়ামী লীগেরও বিচার হওয়া উচিত: মির্জা ফখরুল


Splash Image

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “জুলাই আন্দোলনে সংঘটিত গণহত্যার জন্য শুধু শেখ হাসিনা নন, দলীয়ভাবে আওয়ামী লীগেরও বিচার হওয়া উচিত।”


বিজ্ঞাপন


বুধবার (৯ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ের নিউরো সায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ডা. আব্দুল কুদ্দুসকে দেখতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, “আওয়ামী লীগের নিপীড়ন-নির্যাতন, হত্যা, গুম-খুনের সবচেয়ে বড় ভিকটিম হচ্ছে বিএনপি। একের পর এক মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় দলটি দায় এড়াতে পারে না।”

তিনি অভিযোগ করেন, “দেশে গণহত্যার বিচার নিয়ে সরকার উদাসীন। হাজার হাজার মানুষ হত্যার দায় নিয়ে শেখ হাসিনা ১১ মাস আগে জনরোষে পদচ্যুত হয়ে ভারতে পালিয়ে গেছেন। এত দীর্ঘ সময় পার হলেও শেখ হাসিনা ও তার দলের বিচার না হওয়া অত্যন্ত দুঃখজনক।”

নির্বাচন নিয়ে মতামত প্রকাশ করে ফখরুল বলেন, “নির্বাচন ও সংস্কার একে অপরের সঙ্গে সাংঘর্ষিক নয়। দেশের মানুষ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায়। যারা নির্বাচন পেছানোর পক্ষে কথা বলছেন, তাদের বিষয়টি নতুন করে ভাবা উচিত।”

তিনি আরও বলেন, “দেশ বাঁচাতে হলে, জনগণের আকাঙ্ক্ষা পূরণ করতে হলে সময়মতো একটি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়া অত্যাবশ্যক। সরকারকে এ বিষয়ে যথাযথ পদক্ষেপ নিতে হবে।”

বক্তব্যের শেষে বিএনপির মহাসচিব জাতীয় স্বার্থে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

আরও পড়ুন

জবির উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রথম পুনর্মিলন
জবির উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রথম পুনর্মিলন
নড়াইলে জেলা বিএনপির মৌন মিছিল ও সমাবেশ
নড়াইলে জেলা বিএনপির মৌন মিছিল ও সমাবেশ