Logo Logo

ভারতীয় ২১ বোতল মদসহ কিশোর গ্রেফতার


Splash Image

আটক কিশোর উপজেলার উত্তর আন্ধারুপাড়া এলাকার বাসিন্দা। তার কাছ থেকে মোট ২১ বোতল রয়্যাল স্ট্যাগ ডিলাক্স হুইস্কি ব্র্যান্ডের ভারতীয় মদ যার বাজার মূল্য প্রায় ৮০ হাজার টাকা বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।


বিজ্ঞাপন


মঙ্গলবার (৮ জুলাই) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার উত্তর আন্ধারুপাড়া চেল্লাখালী নদীর পাড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

সূত্রে জানাযায়, মাদক ক্রয়-বিক্রয় হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে নালিতাবাড়ী উপজেলার উত্তর আন্ধারুপাড়া নদীরপাড় সংলগ্ন এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান চালালে পুলিশের উপস্থিতি টের পেয়ে একজন দৌড়ে পালিয়ে গেলেও ২১ বোতল ভারতীয় মদসহ এক কিশোরকে গ্রেফতার করা হয়।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, এ ঘটনায় নালিতাবাড়ী বিশেষ ক্ষমতা আইনে ৯ (জুলাই) দুপুরে মামলা দায়ের করা হয়েছে। তিনি আরো জানান, গ্রেফতারকৃত কিশোরকে আদালতে প্রেরণ করা হয়েছে। পালিয়ে যাওয়া আসামীকে গ্রেফতারে অভিযান চলছে।

-সারোয়ার হোসাইন, নালিতাবাড়ী(প্রতিনিধি) শেরপুর।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...