বিজ্ঞাপন
তিনি কক্সবাজারের রামু উপজেলার খুনিয়া পালং ইউনিয়নের ৭নং ওয়ার্ডের পূর্ব গোয়ালিয়া পালং এলাকার মৃত আশরাফ মিয়ার ছেলে। মঙ্গলবার (৯ জুলাই) উখিয়া থানাধীন মরিচ্যা বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব জানায়, গ্রেপ্তার মোস্তাক আহমদ দীর্ঘদিন ধরে ইয়াবাসহ বিভিন্ন মাদক কারবার, অপহরণ ও সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছিলেন। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
গ্রেপ্তারের পর তাকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।