Logo Logo
বিশ্ব

‘জুলফিকার’ মিসাইল দিয়ে ইসরায়েলি বিমানবন্দরে হামলা চালিয়েছে হুথিরা


Splash Image

ছবি : সংগৃহীত।

ইয়েমেনি হুথি আন্দোলনের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি জানিয়েছেন, তাদের যোদ্ধারা ইসরায়েলের তেল আবিবের বেন গুরিওন আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।


বিজ্ঞাপন


বৃহস্পতিবার (১০ জুলাই) হুথি-সমর্থিত টেলিভিশন চ্যানেল আল মাসিরাহকে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, ইয়েমেনি ক্ষেপণাস্ত্র বাহিনী ‘জুলফিকার’ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে অধিকৃত ইয়াফো অঞ্চলের (তেল আবিব) বেন গুরিওন বিমানবন্দরে আক্রমণ পরিচালনা করেছে। তিনি বলেন, এটি ছিল একটি "উন্নত সামরিক অভিযান", এবং তাদের অভিযানের লক্ষ্য সফলভাবে অর্জিত হয়েছে।

ইয়াহিয়া সারির দাবি অনুযায়ী, হামলার ফলে বেন গুরিওন আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম স্থগিত করতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ।

তিনি আরও জানান, বৃহস্পতিবারের আগেও ইয়েমেন থেকে আরও দুটি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে ইসরায়েলের অভ্যন্তরে। সারির ভাষ্য অনুযায়ী, এসব হামলার সময় ইসরায়েলের ৩০০টিরও বেশি শহর ও এলাকায় বিমান হামলার সতর্কতাসূচক সাইরেন বেজে ওঠে, যার ফলে সেসব এলাকার বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে চলে যেতে হয়।

এ বিষয়ে ইসরায়েলি কর্তৃপক্ষ বা আন্তর্জাতিক সংবাদমাধ্যমের পক্ষ থেকে স্বাধীনভাবে হামলার বিষয়টি নিশ্চিত করা হয়নি।

আরও পড়ুন

জবির উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রথম পুনর্মিলন
জবির উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রথম পুনর্মিলন
নড়াইলে জেলা বিএনপির মৌন মিছিল ও সমাবেশ
নড়াইলে জেলা বিএনপির মৌন মিছিল ও সমাবেশ