Logo Logo
রাজনীতি

জুলাই গণঅভ্যুত্থানকে খাটো করে দেখতে চায় না বিএনপি : মির্জা ফখরুল


Splash Image

ছবি : সংগৃহীত।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দলটি জুলাই মাসের গণঅভ্যুত্থানকে খাটো করে দেখতে চায় না। এই ঐতিহাসিক ঘটনাকে যথাযথ মূল্যায়ন করেই ‘জুলাই সনদ’ বিষয়ে তাদের মতামত গতকাল (৯ জুলাই) রাতে সরকারের কাছে জমা দেওয়া হয়েছে।


বিজ্ঞাপন


বৃহস্পতিবার (১০ জুলাই) জাতীয় প্রেস ক্লাবে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) যৌথ উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

বক্তব্যে মির্জা ফখরুল বলেন, “বিএনপি জনগণের শক্তিতে বিশ্বাস করে। আমরা গণতান্ত্রিক সংস্কারকে স্বাগত জানাই। কিন্তু কেউ যদি বলে বিএনপি সংস্কারের পথে বাধা সৃষ্টি করছে, তাহলে সেটা হবে সম্পূর্ণ ভুল ব্যাখ্যা। গত ১৭ বছরে আমাদের প্রায় ৬০ লাখ নেতাকর্মীর নামে মিথ্যা মামলা হয়েছে, আর ২০ হাজারের মতো নেতাকর্মী হত্যা হয়েছে। এই বাস্তবতাকে উপেক্ষা করে কেউ যদি পথ চলতে চায়, তবে তারা গণতন্ত্রের প্রতি অন্ধ দৃষ্টি রাখছে।”

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “দেশের জনগণ ভোটাধিকার ও নির্বাচনের জন্য প্রাণ দিয়েছে। সরকার যদি ডিসেম্বরের মধ্যে একটি গ্রহণযোগ্য নির্বাচনের প্রস্তুতি নেয়, সেটা অবশ্যই ইতিবাচক। আমরা আশাবাদী, সামনে একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন হবে, যেখানে জনগণ তাদের প্রকৃত ভোটাধিকার প্রয়োগ করতে পারবে।”

সীমান্ত পরিস্থিতি প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, “সীমান্তে প্রতিনিয়ত মানুষ হত্যা হচ্ছে, পুশইনের ঘটনা ঘটছে। বিষয়গুলো কোনোভাবেই হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। এই ইস্যুতে সরকারকে ভারতের সঙ্গে কূটনৈতিকভাবে দৃঢ় অবস্থান নিতে হবে।”

সভায় সভাপতিত্ব করেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. শহীদুল ইসলাম। সঞ্চালনায় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক খুরশীদ আলম।

আলোচনা সভায় আরও বক্তব্য দেন—বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন, উপদেষ্টা পরিষদের সদস্য আবদুস সালাম, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না এবং জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ও কালের কণ্ঠ পত্রিকার সম্পাদক কবি হাসান হাফিজ।

আরও পড়ুন

জবির উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রথম পুনর্মিলন
জবির উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রথম পুনর্মিলন
নড়াইলে জেলা বিএনপির মৌন মিছিল ও সমাবেশ
নড়াইলে জেলা বিএনপির মৌন মিছিল ও সমাবেশ