বিজ্ঞাপন
বৃহস্পতিবার রাতে কোতোয়ালী মডেল থানা পুলিশ এই অভিযান পরিচালনা করে। নগরবাসীর মতে, গত ৫ আগস্টের পর এটিই সবচেয়ে বড় উদ্ধার অভিযান। ঘণ্টাব্যাপী এ অভিযানে কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম নিজেই নেতৃত্ব দেন বলে জানা গেছে।
শহর জুড়ে আলোচনার ঝড় উঠেছে—ওসি শিবিরুল ইসলাম কোতোয়ালী মডেল থানায় যোগদানের পর থেকেই চুরি, ছিনতাই উল্লেখযোগ্যভাবে কমেছে। চুরি-ছিনতাই প্রতিরোধে তিনি যোগদানের পর টানা অভিযান চালিয়ে চিহ্নিত চোর ও ছিনতাইকারীদের আইনের আওতায় আনছেন পুলিশ।
অনেকেই দাবি করেছেন, পুলিশের ভয়ে নগরী ছেড়ে পালাতে বাধ্য হয়েছে চোর ও ছিনতাইকারীরা। রমেশসেন রোডে প্রায় ১১ মাস পর মাদকবিরোধী এত বড় অভিযানের ফলে মাদকের ভয়াবহতা অনেকটাই কমবে বলে মনে করছেন নগরবাসী।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
ওসি শিবিরুল ইসলাম বলেন, ‘যেখানেই মাদক, সেখানেই অভিযান চলবে। চোর, ছিনতাইকারী ও মাদক কারবারিদের কোনো আস্থানা এই নগরীতে হবে না।’ তিনি নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করেছেন।
-মোঃ রেজাউল করিম, ময়মনসিংহ
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...