Logo Logo
অপরাধ

কাঁঠালিয়ায় পুকুরে রাসায়নিক সারের বিষক্রিয়ায় ১০ লাখ টাকার মাছ নিধন


Splash Image

ঝালকাঠির কাঠালিয়া উপজেলার আমুয়া বাজার সংলগ্ন একটি মাছ চাষের পুকুরে রাসায়নিক সারের বিষক্রিয়ায় প্রায় ১০ লাখ টাকার মাছ মারা গেছে। শুক্রবার (১০ জুলাই) দিবাগত রাতের কোনো এক সময় এই ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


শনিবার সকালে পুকুরের পানি অস্বাভাবিক রঙ ধারণ করে দুর্গন্ধ ছড়াতে শুরু করলে মাছ চাষিরা ক্ষয়ক্ষতির বিষয়টি জানতে পারেন।

পুকুরের মালিক স্থানীয় ছাত্রদল নেতা ইমরান গোলদার জানান, তিনি ছাত্রদলের নেতা মামুন পোদ্দার, সোহেল মোল্লা ও এমাদুল খাঁ’র সঙ্গে যৌথভাবে দীর্ঘ ৮-১০ বছর ধরে ওই পুকুরে বিভিন্ন প্রজাতির দেশীয় মাছ চাষ করে আসছেন। পুকুরের পাশেই আমুয়া বাজারের একটি রাসায়নিক সারের গুদাম রয়েছে। ইমরানের অভিযোগ, “গুদামটির মালিক সাইফুল ইসলাম ঘটনার দিন গুদামে ধারণ ক্ষমতার তিন-চার গুণ বেশি রাসায়নিক সার মজুদ করেছিলেন। শুক্রবার রাতের কোনো এক সময় গুদামের মেঝে ধসে প্রায় ৩ টন রাসায়নিক সার পুকুরে পড়ে যায়। এতে পানির সাথে মিশে বিষক্রিয়া তৈরি হয়। রাতেই সব মাছ মারা গেছে।”

ক্ষতিগ্রস্ত মাছ চাষিরা জানান, তারা প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১০ লাখ টাকা বলে ধারণা করছেন। ক্ষতিপূরণের বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে মীমাংসার চেষ্টা চলছে।

কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মংচেলা বলেন, বিষয়টি শুনেছি ঘটনা স্থানে গিয়ে দেখবো। তবে এটা সারের বিষক্রিয়ায় হয়েছে।

-মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধি

আরও পড়ুন

জবির উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রথম পুনর্মিলন
জবির উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রথম পুনর্মিলন
নড়াইলে জেলা বিএনপির মৌন মিছিল ও সমাবেশ
নড়াইলে জেলা বিএনপির মৌন মিছিল ও সমাবেশ