Logo Logo
ক্যাম্পাস

বাকৃবিতে জুলাই স্মারক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত


Splash Image

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) জুলাই শহীদদের স্মরণে আয়োজিত ‘জুলাই স্মারক বিতর্ক প্রতিযোগিতা BAUDS Intra 4.’ সফলভাবে সম্পন্ন হয়েছে। প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে তীব্র যুক্তি-তর্কে বিজয়ী হয়েছে ‘জন্মভূমি অথবা মৃত্যু’ নামের দল।


বিজ্ঞাপন


শুক্রবার (১১ জুলাই) বিকেল সাড়ে ৫টায় বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদীন মিলনায়তনের মুক্তমঞ্চে অনুষ্ঠিত হয় চূড়ান্ত পর্ব। আয়োজনটি করে বাকৃবি ডিবেটিং সংঘ (বাউডিএস)। এর আগে গত ৫ জুলাই অনুষ্ঠিত হয়েছিল ট্যাব রাউন্ড ও সেমিফাইনাল পর্ব।

ফাইনাল পর্বে বিতর্কের বিষয় ছিল—‘বিপ্লব-পরবর্তী সময়ে মব সংস্কৃতির উত্থানে অনুতপ্ত’। এই প্রস্তাবের পক্ষে ও বিপক্ষে যুক্তি উপস্থাপন করে দুটি দল—‘জন্মভূমি অথবা মৃত্যু’ এবং ‘দেশটা কারোর বাপের না’। গভীর বিশ্লেষণ ও বুদ্ধিবৃত্তিক যুক্তি উপস্থাপনের মধ্য দিয়ে প্রতিযোগিতায় জয়ী হয় ‘জন্মভূমি অথবা মৃত্যু’ দল।

চূড়ান্ত পর্বে সভাপতিত্ব করেন অধ্যাপক ড. আহমদ খায়রুল হাসান। প্রধান অতিথি ছিলেন ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল আলীম এবং অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হুমায়ূন কবির।

আলোচনা পর্বে অধ্যাপক ড. শহীদুল হক বলেন, “দীর্ঘ ১৬-১৭ বছরের দুঃশাসন, আয়নাঘরে অমানবিক নির্যাতন ও বিচারহীনতার সংস্কৃতি জনগণের মনে তীব্র ক্ষোভের জন্ম দিয়েছে। যখন নাগরিকরা ন্যায়বিচার থেকে বঞ্চিত হন এবং অধিকার পদদলিত হয়, তখন এই ক্ষোভ পুঞ্জিভূত হয়ে এক সময় ‘মব’-এ রূপ নেয়। এটি কেবল রাষ্ট্রের ব্যর্থতা নয়, বরং জনগণের অসহায়ত্বের এক করুণ প্রতিচ্ছবি।”

বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা সমসাময়িক রাজনীতি, সমাজ ও ন্যায়বিচার সম্পর্কিত বিষয়ে গভীর বিশ্লেষণ উপস্থাপন করেন, যা উপস্থিত দর্শক ও বিচারকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। আয়োজক বাউডিএস জানিয়েছে, ভবিষ্যতেও তারা এই ধরনের সচেতনতামূলক ও চিন্তনশীল বিতর্ক আয়োজন করে যাবে।

মোঃ আমানউল্লাহ, বাকৃবি প্রতিনিধি।

আরও পড়ুন

জবির উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রথম পুনর্মিলন
জবির উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রথম পুনর্মিলন
নড়াইলে জেলা বিএনপির মৌন মিছিল ও সমাবেশ
নড়াইলে জেলা বিএনপির মৌন মিছিল ও সমাবেশ