Logo Logo
অপরাধ

মিটফোর্ডের সোহাগ হত্যা মামলার আসামি দুই ভাই গ্রেপ্তার


Splash Image

রাজধানীর মিটফোর্ড হাসপাতালে ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগ (৩৯) হত্যাকাণ্ডের মামলার এজাহারভুক্ত দুই আসামিকে নেত্রকোণার দুর্গাপুর থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।


বিজ্ঞাপন


রবিবার ভোরে নেত্রকোণা জেলা পুলিশের সহায়তায় দুর্গাপুর পৌরসভার চায়না মোড় এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নেত্রকোণার পুলিশ সুপার মো. মির্জা সায়েম মাহমুদ।

গ্রেপ্তারকৃতরা হলেন—সজীব ব্যাপারী ও রাজীব ব্যাপারী। তারা বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার টুনারচর এলাকার মৃত ইউনুস ব্যাপারীর ছেলে। মামলার এজাহারে রাজীব হচ্ছেন ১০ নম্বর ও সজীব ৭ নম্বর আসামি।

পুলিশ জানায়, শনিবার দিবাগত রাত সাড়ে চারটার দিকে ঢাকার ডিবি পুলিশের একটি দল দুর্গাপুর থানা পুলিশের সহযোগিতায় চায়না মোড়ে অভিযান চালায়। অভিযান শেষে রবিবার ভোরে তাদের গ্রেপ্তার করা হয়।

উল্লেখ্য, গত বুধবার (৯ জুলাই) রাজধানীর মিটফোর্ড (স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ) হাসপাতালের সামনে ব্যস্ত সড়কে প্রকাশ্যে নৃশংসভাবে হত্যা করা হয় ভাঙারি ব্যবসায়ী সোহাগকে। পূর্বপরিকল্পিতভাবে ডেকে এনে হত্যাকাণ্ডটি সংঘটিত হয়। প্রথমে তাকে পিটিয়ে, পরে ইট-পাথরের টুকরো দিয়ে মাথা ও শরীরের বিভিন্ন অংশ থেঁতলে দেওয়া হয়। এমনকি এক পর্যায়ে তাঁকে বিবস্ত্র করে মৃতদেহের ওপর লাফিয়ে হত্যার দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়, যা দেশজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি করে।

নৃশংস এই হত্যাকাণ্ডে সরাসরি জড়িতদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সাঁড়াশি অভিযান শুরু করে। এরই অংশ হিসেবে নেত্রকোণায় অভিযান চালিয়ে দুই ভাইকে আটক করা হলো।

পুলিশ জানিয়েছে, আসামিদের ঢাকায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে এবং তদন্তের স্বার্থে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

-মুহা. জহিরুল ইসলাম অসীম, নেত্রকোণা

আরও পড়ুন

জবির উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রথম পুনর্মিলন
জবির উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রথম পুনর্মিলন
নড়াইলে জেলা বিএনপির মৌন মিছিল ও সমাবেশ
নড়াইলে জেলা বিএনপির মৌন মিছিল ও সমাবেশ