Logo Logo
রাজনীতি

এনসিপির কমিটিতে আ.লীগ নেতা, তীব্র প্রতিক্রিয়া


Splash Image

হ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় নবগঠিত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমন্বয় কমিটিতে আওয়ামী লীগের একজন সক্রিয় নেতার অন্তর্ভুক্তি ঘিরে ব্যাপক আলোচনা ও সমালোচনা তৈরি হয়েছে। বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনে ও সামাজিক যোগাযোগমাধ্যমে নানামুখী প্রতিক্রিয়া দেখা দিয়েছে।


বিজ্ঞাপন


শনিবার (১২ জুলাই) এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এবং দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে আশুগঞ্জসহ দেশের বিভিন্ন উপজেলার কমিটি ঘোষণা করা হয়। এই প্রেস বিজ্ঞপ্তিটি দলটির ভেরিফায়েড ফেসবুক পেজেও প্রকাশ করা হয়েছে।

ঘোষিত কমিটিতে আশুগঞ্জ উপজেলার শরীফপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য নবী হোসেন সাগরের নাম রয়েছে। বিষয়টি সামনে আসতেই স্থানীয় রাজনৈতিক মহলে চাঞ্চল্য দেখা দেয়।

স্থানীয়রা জানান, নবী হোসেন সাগর দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তিনি ২০১৪ ও ২০১৮ সালের জাতীয় নির্বাচন এবং স্থানীয় ইউপি নির্বাচনে কেন্দ্র দখলের অভিযোগে আলোচিত ছিলেন। সর্বশেষ ২০২৪ সালের ৪ আগস্ট আশুগঞ্জ গোলচত্বরে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার সময় তাকে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে সরাসরি অংশ নিতে দেখা যায়।

বিষয়টি নিয়ে এনসিপির আশুগঞ্জ উপজেলা সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়ক সুফিয়ান আজাদ বলেন,

“আমরা বিষয়টি জেনে বিব্রত। তার অতীত রাজনৈতিক ভূমিকা সম্পর্কে আগে জানা ছিল না। আমরা কেন্দ্রীয় কমিটিকে বিষয়টি জানিয়ে দ্রুত সংশোধনের উদ্যোগ নেব।”

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, অন্য দলের সক্রিয় নেতাকে নতুন দলীয় কাঠামোয় অন্তর্ভুক্ত করা দলীয় নীতির সঙ্গে সাংঘর্ষিক এবং জনমানসে নেতিবাচক বার্তা দিতে পারে। এনসিপি সদ্য গঠিত হওয়ায় তাদের ভূমিকা ও গ্রহণযোগ্যতা নিয়ে আগ্রহ বাড়ছে, ঠিক সেই সময় এমন বিতর্ক দলটির ভাবমূর্তি ক্ষুণ্ন করতে পারে।

আরও পড়ুন

জবির উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রথম পুনর্মিলন
জবির উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রথম পুনর্মিলন
নড়াইলে জেলা বিএনপির মৌন মিছিল ও সমাবেশ
নড়াইলে জেলা বিএনপির মৌন মিছিল ও সমাবেশ