Logo Logo
জাতীয়

‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষ্যে রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হবে আগামীকাল


Splash Image

কোটাবিরোধী আন্দোলনে শহীদদের স্মরণে আগামীকাল (বুধবার) সারাদেশে রাষ্ট্রীয়ভাবে পালিত হবে ‘জুলাই শহীদ দিবস’।


বিজ্ঞাপন


এ উপলক্ষে সরকারি নির্দেশনায় দেশের সব সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান এবং বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।

আজ মঙ্গলবার (১৫ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, সরকার সিদ্ধান্ত নিয়েছে যে ১৬ জুলাইকে ‘জুলাই শহীদ দিবস’ হিসেবে রাষ্ট্রীয়ভাবে পালন করা হবে।

আগামীকাল দেশের প্রতিটি মসজিদে শহীদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়ার আয়োজন করা হবে। পাশাপাশি অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানেও তাদের আত্মার শান্তি কামনায় প্রার্থনার কর্মসূচি পালিত হবে।

‘জুলাই শহীদ দিবস’-এর পটভূমি গড়ে ওঠে গত বছরের ১৬ জুলাই রংপুরে সংঘটিত এক হৃদয়বিদারক ঘটনায়। কোটাবিরোধী ছাত্র আন্দোলনের সময় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ পুলিশের গুলিতে নিহত হন। ওই ঘটনার প্রতিবাদে দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয় এবং সামাজিক আন্দোলনে রূপ নেয়।

জনগণের আবেগ ও শহীদের স্মৃতিকে সম্মান জানিয়ে সরকার দিবসটি স্মরণে জাতীয় স্বীকৃতি দেয়। চলমান প্রজন্মের গণতান্ত্রিক চেতনা, প্রতিবাদ ও আত্মত্যাগের প্রতীক হয়ে উঠেছে এই দিন।

আরও পড়ুন

জবির উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রথম পুনর্মিলন
জবির উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রথম পুনর্মিলন
নড়াইলে জেলা বিএনপির মৌন মিছিল ও সমাবেশ
নড়াইলে জেলা বিএনপির মৌন মিছিল ও সমাবেশ