Logo Logo
রাজনীতি

গোপালগঞ্জের পথে বরিশাল ছাড়লেন এনসিপির কেন্দ্রীয় নেতারা


Splash Image

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দলটির আহ্বায়ক ও সাবেক উপদেষ্টা নাহিদ ইসলামের নেতৃত্বে একদল কেন্দ্রীয় নেতা বরিশাল থেকে গোপালগঞ্জের উদ্দেশে রওয়ানা দিয়েছেন।


বিজ্ঞাপন


বুধবার সকাল পৌনে ১১টার দিকে বরিশাল সার্কিট হাউজ থেকে সড়কপথে কোটালীপাড়া হয়ে তারা গোপালগঞ্জের উদ্দেশে যাত্রা শুরু করেন।

তবে গোপালগঞ্জে এনসিপির ঘোষিত পথসভা ঘিরে টানটান উত্তেজনা বিরাজ করছে। এরইমধ্যে গোপালগঞ্জ সদর উপজেলার ঘাটিয়াগড় চরপাড়া এলাকায় ছাত্রলীগের নিষিদ্ধ ঘোষিত একটি অংশ পুলিশের টহল দলের ওপর হামলা চালিয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় কমপক্ষে তিনজন আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

এদিকে বরিশাল বিভাগে গত তিনদিনের টানা পদযাত্রা শেষে কেন্দ্রীয় নেতারা বরিশালে অবস্থান করছিলেন। বুধবার সকাল ৭টায় সকালের নাস্তা শেষে প্রস্তুতি নেন তারা। প্রাথমিকভাবে সকাল ১১টার মধ্যে গোপালগঞ্জে পৌঁছানোর পরিকল্পনা থাকলেও তারা নির্ধারিত সময়ের কিছু আগে, সকাল পৌনে ১১টায় বরিশাল ত্যাগ করেন।

রওনা হওয়া নেতাদের মধ্যে ছিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসানাত আব্দুল্লাহ, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, কেন্দ্রীয় সদস্য সচিব ডা. তাসনিম জারা প্রমুখ।

এ বিষয়ে এনসিপির বরিশাল জেলা শাখার প্রধান সমন্বয়ক আবু সাইদ মূসা বলেন, “কেন্দ্রীয় নেতারা সকাল পৌনে ১১টার দিকে সার্কিট হাউজ থেকে রওয়ানা হয়েছেন। তাদের গন্তব্য গোপালগঞ্জ শহর, যেখানে আজকের কর্মসূচি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।”

আরও পড়ুন

জবির উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রথম পুনর্মিলন
জবির উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রথম পুনর্মিলন
নড়াইলে জেলা বিএনপির মৌন মিছিল ও সমাবেশ
নড়াইলে জেলা বিএনপির মৌন মিছিল ও সমাবেশ