বিজ্ঞাপন
বুধবার সকালে নিজের ফেসবুক পেইজে দেওয়া পোস্টে তিনি গোপালগঞ্জের মানুষ ও সংস্কৃতির প্রতি অবিচারের অভিযোগ তুলে বলেন, “যেভাবে বগুড়া, কুমিল্লা জেলার মানুষদের আগে দলীয়করণ ও অবজ্ঞার শিকার করা হয়েছে, সেই একই পথেই গোপালগঞ্জকেও দাঁড় করানোর চেষ্টা চলছে।”
তিনি লেখেন, “মধুমতির কোল ঘেঁষে গোপালগঞ্জ। গোপালগঞ্জ সারা বাংলাদেশের। যেভাবে বগুড়া, কুমিল্লাকে খাটো করা হয়েছে, সেভাবে গোপালগঞ্জকে আঘাত করা হলে আমরা আর ফিরব না সেই সংস্কৃতিতে।”
তার ভাষায়, “অনেকে আমাদের ৭১ বিরোধী বলে দেখাতে চান। কিন্তু ৭১ আমাদের, ২৪ আমাদের, ৪৭, ৫২, ২৪ আমাদের। আমাদের পূর্বপুরুষ অন্যায়ের বিরুদ্ধে লড়াই করেছে। বৈষম্য দূর না হওয়া পর্যন্ত আমাদের লড়াই চলবে।”
ডা. তাসনিম জারা আরও বলেন, “কোনো ব্যক্তি বা পরিবার দিয়ে বাংলাদেশকে মূল্যায়ন করা যায় না। বাংলাদেশ হবে সবার, যারা দেশকে ভালোবাসে, সংবিধান মানে, মানুষের পাশে দাঁড়ায়—তাদের জন্যই হবে এই দেশ।”
তিনি হুঁশিয়ারি দিয়ে লেখেন, “আমাদের পদযাত্রা গোপালগঞ্জকে বাদ দিয়ে নয়। গোপালগঞ্জের সন্তানদের যেখানেই বৈষম্য হয়েছে, সেখানেই আমরা লড়েছি। গোপালগঞ্জকে সঙ্গে নিয়েই আমরা নতুন বাংলাদেশ গড়বো।”
পোস্টের শেষাংশে তিনি লেখেন, “পথটা লম্বা। চলতে হবে অনেক। কিন্তু মানুষ যখন জাগে, ইতিহাস বদলায়।”
উল্লেখ্য, ডা. তাসনিম জারা একাধারে চিকিৎসক, শিক্ষক, লেখক ও সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় প্রভাবশালী ব্যক্তিত্ব। তার এই পোস্ট এরই মধ্যে কয়েকশ’ মানুষ লাইক, কমেন্ট ও শেয়ার করেছেন।