Logo Logo
অপরাধ

নোয়াখালীতে বাসযাত্রীকে মারধরের ভিডিও ভাইরাল, গ্রেপ্তার ২


Splash Image

নোয়াখালীর সোনাইমুড়ী থানার পুলিশ লাল সবুজ বাসে মো.তরিকুর ইসলামকে (৩১) নামে এক যাত্রীকে মারধরের ঘটনায় ২আসামিকে গ্রেপ্তার করেছে।


বিজ্ঞাপন


নোয়াখালীর সোনাইমুড়ীতে চলন্ত বাসে এক যাত্রীকে মারধরের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মারধরের দৃশ্যধারণ করা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এ ঘটনা ব্যাপক আলোচনার জন্ম দেয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—সোনাইমুড়ী পৌরসভার বিজয়নগর গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে আরিফুল ইসলাম আরিফ (৩৩) এবং একই পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের হাবীব উল্যাহ দরবেশ বাড়ির জাহিদুল ইসলাম হৃদয় (২৬)।

পুলিশ জানায়, মঙ্গলবার রাত ২টার দিকে তথ্যপ্রযুক্তির সহায়তায় তাদের গ্রেপ্তার করা হয়। পরে বুধবার দুপুরে আসামিদের নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়।

হামলার শিকার যাত্রী মো. তরিকুল ইসলাম (৩১) ময়মনসিংহ জেলার টাংগাব ইউনিয়নের ভরপুর গ্রামের বাসিন্দা।

ঘটনার বিবরণ:

গত সোমবার (১৪ জুলাই) ঢাকাগামী লাল সবুজ পরিবহনের একটি বাস নোয়াখালীর মাইজদীর উদ্দেশে রওনা দেয়। বাসটি সোনাইমুড়ী বাইপাস এলাকায় পৌঁছালে আরিফ, হৃদয়সহ কয়েকজন বাস থামায়। এরপর মুখে মাস্ক পরা অবস্থায় তারা বাসে উঠে তরিকুলকে হেলমেট দিয়ে বেধড়ক পেটায় এবং তার সঙ্গে থাকা গুরুত্বপূর্ণ জিনিসপত্র ছিনিয়ে নেয়।

ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। পরে ভুক্তভোগী সোনাইমুড়ী থানায় মামলা করলে পুলিশ অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করে।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম জানান,

"তরিকুলের চেহারা স্থানীয় আওয়ামী লীগ নেতা কিং মোজাম্মেলের অনুসারী সবুজের সঙ্গে মিলে যাওয়ায় ভুলবশত তাকে লক্ষ্য করে হামলা চালানো হয়। হামলার সময় আসামিদের হাতে থাকা হেলমেট ও পায়ে চকলেট রঙের লোফার জুতা জব্দ করা হয়েছে।"

তিনি আরও বলেন, এ ঘটনায় অন্য আসামিদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে।

-নোয়াখালী প্রতিনিধি, গিয়াস রনি।

আরও পড়ুন

২০২৬ বিশ্বকাপের আগে বড় পরিবর্তন, পাল্টে যাচ্ছে পেনাল্টির নিয়ম!
২০২৬ বিশ্বকাপের আগে বড় পরিবর্তন, পাল্টে যাচ্ছে পেনাল্টির নিয়ম!
চোখের জল মুছতে মুছতে ছেলে হত্যার বিচার চান আসিফের মা
চোখের জল মুছতে মুছতে ছেলে হত্যার বিচার চান আসিফের মা