বিজ্ঞাপন
এর আগে দুপুর ১টার দিকে কড়া নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে তারা গোপালগঞ্জ শহরে প্রবেশ করেন। পথিমধ্যে বেশ কয়েক স্থানে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি থাকলেও শেষ পর্যন্ত সমাবেশস্থলে পৌঁছে তারা কর্মসূচি শুরু করেন।
এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসানাত আব্দুল্লাহ, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, কেন্দ্রীয় সদস্য সচিব ডা. তাসনিম জারা প্রমুখ।
কর্মসূচির শুরুতে দলীয় নেতারা বলেন,
"গণতন্ত্র ও ন্যায়বিচারের আন্দোলন থেমে থাকবে না। প্রতিকূলতা সত্ত্বেও আমরা জনগণের অধিকার আদায়ে পথে রয়েছি।"
সমাবেশে দেশজুড়ে অনুষ্ঠিত এনসিপির পদযাত্রা কর্মসূচির সার্বিক অগ্রগতি এবং পরবর্তী কর্মপরিকল্পনা ঘোষণা করা হবে বলে জানা গেছে।