Logo Logo
অপরাধ

প্রাইভেটকার ভর্তি ৫৪০ বোতল ফেনসিডিল উদ্ধার


Splash Image

রাজবাড়ীর গোয়ালন্দঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে প্রাইভেটকার ভর্তি বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।


বিজ্ঞাপন


পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার (১৬ জুলাই) বিকেল ৩টার দিকে দৌলতদিয়া বাস টার্মিনাল থেকে একটি সিলভার রঙের প্রাইভেটকারে লুকানো অবস্থায় ৫৪০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

অভিযানটি পরিচালনা করেন গোয়ালন্দঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলামের নির্দেশনায় এসআই (নিঃ) মো. আব্বাস উদ্দিন ও সঙ্গীয় ফোর্স।

পুলিশ জানায়, অভিযানের সময় মাদক চক্রের সদস্যরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে প্রাইভেটকার ও ফেনসিডিল জব্দ করা হয়েছে। এ ঘটনায় গোয়ালন্দঘাট থানায় নিয়মিত মামলা দায়ের হয়েছে এবং পলাতক আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

রাজবাড়ী জেলা পুলিশ জানিয়েছে, মাদকসহ গুরুত্বপূর্ণ অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।

-স্বপন বিশ্বাস, রাজবাড়ী

আরও পড়ুন

২০২৬ বিশ্বকাপের আগে বড় পরিবর্তন, পাল্টে যাচ্ছে পেনাল্টির নিয়ম!
২০২৬ বিশ্বকাপের আগে বড় পরিবর্তন, পাল্টে যাচ্ছে পেনাল্টির নিয়ম!
চোখের জল মুছতে মুছতে ছেলে হত্যার বিচার চান আসিফের মা
চোখের জল মুছতে মুছতে ছেলে হত্যার বিচার চান আসিফের মা