বিজ্ঞাপন
বুধবার (১৬ জুলাই) সকাল ১১টায় দপদপিয়া ফেরিঘাট সংলগ্ন পুরাতন সড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে শতাধিক নারী-পুরুষ অংশ নেন।
স্থানীয়রা অভিযোগ করেন, অপসোনিন ফার্মা লিমিটেড তাদের নতুন ফ্যাক্টরির সুবিধার্থে বিদ্যুৎ বিভাগের সহায়তায় ঝালকাঠি-২ আসনের সাবেক সংসদ সদস্য আমির হোসেন আমুর প্রভাব খাটিয়ে ব্যক্তিস্বার্থে এই সঞ্চালন লাইনটি আবাসিক এলাকার মধ্য দিয়ে সরিয়ে নিচ্ছে।
অভিযোগে বলা হয়, আগে সঞ্চালন লাইনটি ফেরিঘাট এলাকা হয়ে অন্য পথে ছিল। কিন্তু নতুন ফ্যাক্টরি সম্প্রসারণের কারণে খয়রাবাদ নদীর উপর দিয়ে তা ঘুরিয়ে গ্রামবাসীর ঘরের উপর দিয়ে নেওয়া হচ্ছে। এতে এলাকার হাজারো মানুষ ঝুঁকির মুখে পড়েছে।
স্থানীয় বাসিন্দা রিমন খান বলেন, “আমরা আদালতে স্থগিতাদেশ চেয়ে মামলা করেছি। সেনা ক্যাম্পেও অভিযোগ দিয়েছি। তবুও কাজ বন্ধ হচ্ছে না। এই লাইন পুরো গ্রামের জন্য মৃত্যু ফাঁদ হয়ে দাঁড়িয়েছে।”
আরেক বাসিন্দা মোঃ প্রান্ত খান অভিযোগ করে বলেন, “ভূমিদস্যু মামুন মেকার অপসোনিনের সহযোগী হয়ে সাবেক এমপি আমুর ছত্রছায়ায় এই অন্যায় করছে। ৫ আগস্টের পরও তার অন্যায় থামেনি। পুরো গ্রামবাসীকে মৃত্যুঝুঁকির মুখে ফেলে দিয়েছে।”
মানববন্ধনে বক্তারা আরও অভিযোগ করেন, স্থানীয় আওয়ামী লীগ নেতাদের আশ্রয়-প্রশ্রয়ে বিদ্যুৎ বিভাগ এই অনিয়ম করছে।প্রতিবাদকারীদের মামুন মেকার ও সরোয়ার নামের দুজন ব্যক্তি প্রকাশ্যে হুমকিও দিয়েছেন বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় এলাকাবাসী দ্রুত এই সঞ্চালন লাইন প্রত্যাহার, বিদ্যুৎ বিভাগের অনিয়মের তদন্ত এবং দায়ীদের শাস্তির দাবি জানিয়েছেন।
ওজোপাডিকোর আবাসিক প্রকৌশলী মোঃ সোহেল রানা বলেন, “আমরা এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সুপারিশ করবো।”
-মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধি