Logo Logo
জাতীয়
ড. খালিদ হোসেন

মানুষের সেবার চেয়ে মহৎ কাজ নেই: ধর্ম উপদেষ্টা


Splash Image

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, মানুষের সেবা করার চেয়ে মহৎ কাজ আর কিছু নেই। সরকারি কর্মকর্তাদের জনবান্ধব হয়ে কাজ করার আহ্বান জানান তিনি। বিস্তারিত পড়ুন...


বিজ্ঞাপন


ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, “মানুষের সেবা করার চেয়ে মহৎ কাজ আর কিছু হতে পারে না।” তিনি জানান, সরকারি কর্মকর্তাদের দায়িত্ব শুধু দাপ্তরিক গণ্ডিতে সীমাবদ্ধ নয়; জনগণের কল্যাণ নিশ্চিত করাই তাদের প্রধান কর্তব্য। প্রশাসন যদি জনবান্ধব হয়, তবে রাষ্ট্রের উন্নয়ন দ্রুত ত্বরান্বিত হবে।

বুধবার (১৬ জুলাই) চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা কমপ্লেক্সে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের সমাবেশে তিনি এ কথা বলেন।

জনগণের সঙ্গে সরাসরি সম্পৃক্ত কর্মকর্তারা

ধর্ম উপদেষ্টা বলেন, সরকারি কর্মকর্তারা প্রশাসন পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তারা সরাসরি জনগণের সঙ্গে যুক্ত থাকেন এবং তাদের আশা-আকাঙ্ক্ষা, অভিযোগ ও সমস্যার বিষয়ে অবগত থাকেন।

তিনি সরকারি কার্যক্রম বাস্তবায়ন, নাগরিকদের অধিকার ও জনসেবা নিশ্চিত করতে আইন-কানুন, বিধিবিধান ও নীতিমালা অনুসরণ করার আহ্বান জানান।

‘জনগণের প্রকৃত সেবক হতে হবে’

সরকারি কর্মকর্তাদের জনগণের সেবক উল্লেখ করে ড. খালিদ বলেন,

“প্রজাতন্ত্রের কর্মকর্তাদের জনগণের প্রকৃত সেবক হয়ে উঠতে হবে। নাগরিকদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ, দায়িত্বশীল ও সহানুভূতিশীল আচরণ করতে হবে।”

তিনি সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

এর আগে ধর্ম উপদেষ্টা সাতকানিয়া থানা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও উপজেলা প্রশাসন কমপ্লেক্স পরিদর্শন করেন।

-এমএসকে

আরও পড়ুন

জবির উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রথম পুনর্মিলন
জবির উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রথম পুনর্মিলন
নড়াইলে জেলা বিএনপির মৌন মিছিল ও সমাবেশ
নড়াইলে জেলা বিএনপির মৌন মিছিল ও সমাবেশ