বিজ্ঞাপন
বুধবার (১৬ জুলাই) দুপুরে শিকলবাহা ইউনিয়ন পরিষদ ও চরলক্ষ্যা ইউনিয়ন পরিষদের সদ্য দায়িত্বপ্রাপ্ত প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর আলম ও নুর মোহাম্মদ আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করেন।
গত ৪ জুন চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানমের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জাহাঙ্গীর আলমকে শিকলবাহা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হিসেবে ঘোষণা করা হয়। তবে নানা আলোচনা-সমালোচনার পর ১৭ জুন সেই আদেশ বাতিল করে ইউনিয়ন পরিষদের জনসেবা ও প্রশাসনিক কার্যক্রম নির্বিঘ্ন রাখতে কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তার হাতে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা তুলে দেওয়া হয়। এর ফলে চেয়ারম্যানের চেয়ারে বসা হয়নি জাহাঙ্গীর আলমের। পরে দীর্ঘ জটিলতা ও সমালোচনার পর ১০ জুলাই পুনরায় দায়িত্ব ফিরে পান তিনি।
স্থানীয় বাসিন্দারা জানান, গত ৫ আগস্টের পর পরিষদে চেয়ারম্যান না থাকায় তারা নানাভাবে ভোগান্তিতে পড়েছেন। ছোটখাটো সমস্যার জন্যও দীর্ঘদিন অপেক্ষা করতে হয়েছে। তারা আশা করছেন, প্যানেল চেয়ারম্যান দায়িত্ব নেওয়ায় আবারও সেবা সহজলভ্য হবে এবং জনগণ সরাসরি সমস্যার সমাধান করতে পারবে।
চরলক্ষ্যা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান নুরুল মোহাম্মদ বলেন, “চেয়ারম্যান হওয়া বড় কথা নয়, জনগণের জন্য কাজ করতে পারাটাই বড় কথা। দায়িত্ব নিয়ে বুঝেছি চেয়ারম্যান কতটা গুরুত্বপূর্ণ। সকলের সহযোগিতা পেলে ইউনিয়নকে একটি আদর্শ ও মডেল ইউনিয়নে রূপান্তর করব।” অপরদিকে শিকলবাহা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বলেন, “নানা নাটকীয়তার পর আমি এ চেয়ারে বসেছি। আমাকে নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছিল, কিন্তু জনগণ আমাকে সমর্থন করেছে। আমি জনগণের পাশে থেকে ইউনিয়নের উন্নয়নে কাজ করব।
প্রতিবেদক- সাইফুল ইসলাম