Logo Logo
খেলা

কোহলির অবসর নিয়ে যা বললেন শচীন


ভোরের বাণী

Splash Image

ছবি: সংগৃহীত

"১৪ বছরের গৌরবময় ক্যারিয়ারের ইতি টেনে টেস্ট ক্রিকেট থেকে অবসর নিলেন বিরাট কোহলি। আবেগঘন বার্তায় বিদায় জানিয়ে ক্রিকেটবিশ্বে ছড়িয়ে দিলেন নস্টালজিয়া ও শ্রদ্ধা।"


বিজ্ঞাপন


সময় বদলায়, বদলায় প্রজন্ম। তবে কিছু নাম ইতিহাসের পাতায় চিরস্থায়ী হয়ে থাকে। ঠিক তেমনি ভারতীয় ক্রিকেট ইতিহাসের অন্যতম গৌরবময় অধ্যায়ের নাম বিরাট কোহলি। এবার সেই অধ্যায় থেকে বড় এক পাতা বন্ধ হলো। ১৪ বছরের টেস্ট ক্যারিয়ারের ইতি টেনে টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন বিরাট কোহলি।

কয়েকদিন আগেই নিজের সিদ্ধান্ত ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডকে (বিসিসিআই) জানিয়ে দেন সময়ের অন্যতম সেরা এই ব্যাটার। তবে বোর্ড তাকে সিদ্ধান্ত পরিবর্তনের অনুরোধ করলেও, নিজের অবস্থান থেকে নড়েননি কোহলি। শেষ পর্যন্ত সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন পোস্ট দিয়ে বিদায়ের কথা জানান তিনি।

বিরাট কোহলির বিদায়ের পরপরই এক আবেগময় বার্তা দিয়েছেন ভারতের কিংবদন্তি ব্যাটার শচীন টেন্ডুলকার। সামাজিক মাধ্যম এক্স-এ দেওয়া পোস্টে তিনি লিখেছেন:

"তোমার অবসরের ঘোষণায় মনে পড়ে যাচ্ছে ১২ বছর আগের সেই মুহূর্তটা, যখন আমার শেষ টেস্টে তুমি আমাকে তোমার প্রয়াত বাবার কাছ থেকে পাওয়া একটি পবিত্র সূতা উপহার দিতে চেয়েছিলে। সেটা ছিল খুবই ব্যক্তিগত, তাই আমি গ্রহণ করিনি, কিন্তু তোমার সেই আবেগভরা ইচ্ছা আজও আমার মনে রয়েছে।"

টেস্ট ক্রিকেটে কোহলির অবদান স্মরণ করে শচীন আরও বলেন: "তোমার আসল উত্তরাধিকার সেই হাজার হাজার তরুণ ক্রিকেটার, যারা তোমার অনুপ্রেরণায় ব্যাট ধরেছে। শুধু রান নয়, তুমি ভারতীয় ক্রিকেটকে নতুন প্রজন্মের এক নতুন জোয়ার এনে দিয়েছো। অসাধারণ একটি টেস্ট ক্যারিয়ারের জন্য অভিনন্দন।"

আরও পড়ুন

তেঁতুলিয়ায় অ্যাডিশনাল ডিআইজির মতবিনিময় সভা
তেঁতুলিয়ায় অ্যাডিশনাল ডিআইজির মতবিনিময় সভা
অমুসলিম ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হওয়া কি ইসলামে জায়েয? জেনে নিন স্পষ্ট বিধান
অমুসলিম ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হওয়া কি ইসলামে জায়েয? জেনে নিন স্পষ্ট বিধান