বিজ্ঞাপন
বৃহস্পতিবার (১৭ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার রহনপুর ইউনিয়নের মিরাপুর বটতলা এলাকায় এ সংঘর্ষ হয়।
স্থানীয় সূত্র জানায়, রহনপুর বটতলা গ্রামের বিএনপি নেতা কামরুল ও সোহরুলের সঙ্গে পৌর এলাকার রহমতপাড়ার সাবেক কাউন্সিলর ও বিএনপি নেতা ফকরুল ইসলাম মানিকের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। বৃহস্পতিবার সকালে মানিকপক্ষ বিরোধপূর্ণ জমিতে প্রবেশ করলে উভয়পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের নারীসহ প্রায় ৩০ জন আহত হন।
আহতদের মধ্যে গুরুতর অবস্থায় সাতজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বাকিদের গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে সাবেক কাউন্সিলর মানিক বলেন, “আদালতের রায় আমার পক্ষে হলেও প্রতিপক্ষ জোর করে জমি দখল করে রেখেছিল। আজ ধান রোপণ করতে গেলে তারা হামলা চালায়।” অপরপক্ষে কামরুলপক্ষ অভিযোগ করে, “সীমানা নির্ধারণ না করেই দেয়াল তোলার চেষ্টা করায় সংঘর্ষের সূত্রপাত।”
গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. শহিদুল ইসলাম বলেন, “সবাই ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়েছে। সাতজনকে উন্নত চিকিৎসার জন্য রামেকে পাঠানো হয়েছে।”
গোমস্তাপুর থানার ওসি ওয়াদুদ আলম জানান, “ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে সাতজনকে আটক করেছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।”
-এমকে