Logo Logo
রাজনীতি

এনসিপির উপর হামলার প্রতিবাদে শেরপুরে জামায়াত ও ইসলামী আন্দোলনের বিক্ষোভ


Splash Image

গোপালগঞ্জে ন্যাশনাল কমিউনিস্ট পার্টি (এনসিপি)-র উপর আওয়ামী লীগের সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে বগুড়ার শেরপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে যৌথ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন


বুধবার (১৭ জুলাই) বাদ আছর শেরপুর বাসস্ট্যান্ড শাহী মসজিদ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

সমাবেশে উপস্থিত ছিলেন বগুড়া-৫ আসনের জামায়াতের প্রার্থী আলহাজ্ব মাওলানা দবিবুর রহমান, ইসলামী আন্দোলনের প্রার্থী মীর মাহমুদুর রহমান চুন্নু, জামায়াতে ইসলামীর শেরপুর উপজেলা শাখার সিনিয়র নায়েবে আমির মাওলানা নাজমুল হক, শেরপুর থানা সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মোস্তাফিজ নাসিম, শহর শাখার সভাপতি এফ. শহীদুল ইসলাম, সেক্রেটারি এনামুল হক, শহর শাখার সেক্রেটারি হেদায়েতুল ইসলাম সরকার, আইন বিষয়ক সম্পাদক আলহাজ্ব আব্দুল হক এবং পৌর নায়েবে আমির মেজবাহুল আলম হক।

এছাড়াও উপস্থিত ছিলেন জামায়াত নেতা এনামুল হক, আশরাফুল আলম ওসিম, শরিফুল ইসলাম, জামিল আহমদ, হাফেজ হুজাইফা, সাইফুল ইসলাম, জালাল উদ্দীন, খোরশেদ হোসেন ও আজাদ প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, “গোপালগঞ্জে শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচির উপর যেভাবে সন্ত্রাসী হামলা চালানো হয়েছে, তা গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতার উপর সরাসরি আঘাত। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।”

বক্তারা আরও বলেন, “এই হামলা রাষ্ট্রীয় সন্ত্রাসের নতুন উদাহরণ। স্বাধীন দেশের নাগরিকদের উপর এমন হামলা গণতন্ত্রের জন্য হুমকি। যারা এ হামলায় জড়িত, তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।”

বিক্ষোভ ও সমাবেশে জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশের শেরপুর উপজেলা শাখার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে বক্তারা সরকারের প্রতি আহ্বান জানান— রাজনৈতিক প্রতিপক্ষের উপর দমন-পীড়ন বন্ধ করে অবিলম্বে গোপালগঞ্জের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও শাস্তি নিশ্চিত করা হোক।

-মাসুম বিল্লাহ, বগুড়া

আরও পড়ুন

২০২৬ বিশ্বকাপের আগে বড় পরিবর্তন, পাল্টে যাচ্ছে পেনাল্টির নিয়ম!
২০২৬ বিশ্বকাপের আগে বড় পরিবর্তন, পাল্টে যাচ্ছে পেনাল্টির নিয়ম!
চোখের জল মুছতে মুছতে ছেলে হত্যার বিচার চান আসিফের মা
চোখের জল মুছতে মুছতে ছেলে হত্যার বিচার চান আসিফের মা