নাছির উদ্দীন নাছির- ছবি: সংগৃহীত
বিজ্ঞাপন
সঠিক সময়ে তারা আন্দোলনে ঝাঁপিয়ে না পড়লে আমাদের বিজয়ের গল্প অনেক দেরিতে আসত।”
বৃহস্পতিবার দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন।
ফেসবুক পোস্টে নাছির লেখেন, ১৭ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে হামলার পর ক্যাম্পাস ফাঁকা হয়ে যায়। হল বন্ধ করা, খাদ্য ও বিদ্যুৎ সরবরাহ বন্ধের হুমকি দিয়ে শিক্ষার্থীদের বের করে দেওয়া হয়। তখন আন্দোলনের ভবিষ্যৎ নিয়ে সংশয় তৈরি হয়েছিল।
তিনি লিখেন, “১৮ জুলাই একটি ঐতিহাসিক দিন। ওইদিন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সর্বশক্তি নিয়ে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে। পুলিশের গুলিতে অনেকে নিহত হলেও তারা দমে যায়নি। তাদের প্রতিরোধে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও মনোবল ফিরে পায়। এই আন্দোলনের কারণেই শেখ হাসিনা কেঁপে ওঠেন, আর আন্দোলন ক্যাম্পাস থেকে ছড়িয়ে পড়ে রাজপথে।”
নাছির আরও বলেন, “প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হত্যাযজ্ঞ মধ্যবিত্তদের ক্ষুব্ধ করে তোলে, তারা রাজপথে নেমে আসে। একইসঙ্গে ঢাকার প্রবেশপথ বন্ধ করে মাদ্রাসা শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শনির আখড়া, কাজলা, যাত্রাবাড়ী, মোহাম্মদপুর, উত্তরাসহ বিভিন্ন স্থানে নিরাপত্তা বাহিনীও তাদের ঠেকাতে পারেনি।”
তার মতে, “যদি প্রাইভেট বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসা শিক্ষার্থীরা সাহসী পদক্ষেপ না নিত, তবে ফ্যাসিবাদবিরোধী গণ-অভ্যুত্থান আরও দীর্ঘ সময় বিলম্বিত হতো।