মুন্সীগঞ্জে এনসিপির পথসভায় অংশ ছবি: সংগৃহীত
বিজ্ঞাপন
শুক্রবার (১৮ জুলাই) দুপুরে মুন্সীগঞ্জে এনসিপির পথসভায় অংশ নিয়ে তিনি বলেন, “দেশ এখনও পুরোপুরি স্বাধীন হয়নি। ফ্যাসিবাদ নির্মূল না হলে প্রকৃত স্বাধীনতা আসবে না। শুধু গোপালগঞ্জ নয়, যেখানেই ফ্যাসিবাদী সন্ত্রাসী থাকবে, সেখানেই ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করতে হবে।”
বিদেশ থেকে যারা হত্যার পরিকল্পনা করছে তাদের আইনের আওতায় আনার আহ্বান জানিয়ে সারজিস বলেন, “হাসিনার বিচার করতে হবে। আমি চাই তার মৃত্যুদণ্ডের রায় দেখে মরতে।”
সভায় উপস্থিত ছিলেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, “দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এর মোকাবিলা করতে হবে।”
সব রাজনৈতিক দলকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, “নেতা নির্ভর নয়, নীতি নির্ভর রাষ্ট্র গড়তে হবে।”
হাসনাত হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী ৩ আগস্ট জাতীয় শহীদ মিনারে সমবেত হয়ে জুলাই ঘোষণাপত্র আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়া হবে।
-এমকে