ছবি: সংগৃহীত।।
বিজ্ঞাপন
এক ম্যাচ হাতে রেখেই গ্লোবাল সুপার লিগের টানা দ্বিতীয় আসরে ফাইনাল নিশ্চিত করেছে বিপিএলের ফ্র্যাঞ্চাইজি রংপুর রাইডার্স। তবে শিরোপা নির্ধারণী ম্যাচের আগে বড় ধাক্কা খেল নুরুল হাসান সোহানের দল। সেন্ট্রাল ডিসট্রিক্টসের বিপক্ষে মাত্র ৭৯ রানে গুটিয়ে যায় রংপুর। যদিও অপরাজিত থাকার রেকর্ড এখনও হাতছাড়া হয়নি, কারণ ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়।
গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে হওয়া ম্যাচটি একাধিকবার বৃষ্টির কবলে পড়ে। প্রথমে ম্যাচের দৈর্ঘ্য কমিয়ে আনা হয় ১৭ ওভারে, পরে তা দাঁড়ায় ১৪ ওভারে। আগে ব্যাট করতে নেমে শুরু থেকেই বিপর্যয়ে পড়ে রংপুর। দলীয় মাত্র ১ রানে আউট হন সৌম্য সরকার। এরপর ব্যাটারদের যাওয়া-আসার মিছিল চলতে থাকে। পুরো ম্যাচে দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পেরেছেন মাত্র দুইজন ব্যাটার—সাইফ হাসান ২২ বলে ২৫ রান (১ চার, ২ ছক্কা) এবং মাহিদুল ইসলাম ২০ বলে ২৫ রান (১ চার, ১ ছক্কা)। বাকিদের মধ্যে দুজন ডাক মারেন, আর কেউ ৫ রানের বেশি করতে পারেননি।
তৃতীয় উইকেটে সাইফ ও মাহিদুল ৩০ বলে ৪১ রানের জুটি গড়লেও বাকি ব্যাটাররা সেন্ট্রাল ডিসট্রিক্টস বোলারদের সামনে দাঁড়াতেই পারেননি। ফলে ১৩.৫ ওভারেই ৭৯ রানে অলআউট হয় রংপুর। কিউই দলটির হয়ে জেডেন লেনক্স, ব্লেয়ার টিকনার ও আঙ্গুস স্খ নেন তিনটি করে উইকেট।
ইনিংস বিরতিতে আবারও বৃষ্টি নামায় সেন্ট্রাল ডিসট্রিক্টস ব্যাটিংয়ে নামতে পারেনি। ফলে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। গ্লোবাল সুপার লিগের ফাইনালে আগামী শনিবার বাংলাদেশ সময় ভোর ৫টায় মুখোমুখি হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স ও স্বাগতিক গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স।