Logo Logo
খেলা

২০২৬ বিশ্বকাপের আগে বড় পরিবর্তন, পাল্টে যাচ্ছে পেনাল্টির নিয়ম!


Splash Image

ছবি: সংগৃহীত।।

ফুটবলে বড় পরিবর্তনের ভাবনা! পেনাল্টিতে একবারই শট নেওয়া যাবে, ফিরতি শট হবে না। ২০২৬ বিশ্বকাপের আগে নতুন নিয়ম চালুর আলোচনা চলছে আইএফএবিতে।


বিজ্ঞাপন


ফুটবলে বড় ধরনের পরিবর্তন আসতে পারে ২০২৬ বিশ্বকাপ থেকেই। পেনাল্টি শটে গোলকিপার ফিরিয়ে দিলে কিংবা বল পোস্ট বা ক্রসবারে লেগে ফিরে এলে আর শট নেওয়া যাবে না। নতুন প্রস্তাব অনুযায়ী, ফিরতি বল সঙ্গে সঙ্গে গোলকিক হিসেবে গণ্য হবে। আন্তর্জাতিক ফুটবলের আইনপ্রণেতা সংস্থা ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড (আইএফএবি) এ নিয়ম চালুর বিষয়ে আলোচনা করছে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান জানিয়েছে, বিষয়টি নিয়ে আইএফএবির সভায় কথা হয়েছে।

বর্তমানে পেনাল্টি শট মিস হলেও ফিরতি বলে গোল করার সুযোগ থাকে। উদাহরণ হিসেবে ২০২০ ইউরোর সেমিফাইনালে ডেনমার্কের বিপক্ষে ইংল্যান্ডের হ্যারি কেইনের গোলের কথা বলা যায়। প্রথম শট রুখে দিয়েছিলেন ডেনিশ গোলকিপার ক্যাসপার স্মাইকেল, তবে ফিরতি বলে গোল করেন কেইন। নতুন নিয়ম কার্যকর হলে এমন সুযোগ থাকবে না। হকির মতো ফুটবলেও পেনাল্টিতে একবারই শট নেওয়া যাবে। শট সফল হলে গোল হিসেবে গণ্য হবে, ব্যর্থ হলে প্রতিপক্ষ পাবে গোলকিক। কর্নার বা দ্বিতীয় সুযোগের নিয়ম থাকছে না।

ফুটবল কর্মকর্তাদের মতে, এ নিয়ম চালু হলে পেনাল্টি পাওয়া দল অযথা বাড়তি সুবিধা পাবে না। গোলকিপারের জন্যও নিয়মটি ন্যায়সংগত হবে, কারণ বর্তমানে একটি পা গোললাইনের ওপরে বা পেছনে রাখতে হয়, অথচ ফিরতি শটে আবারও চাপে পড়তে হয় গোলরক্ষককে।

ফুটবলকে আধুনিক করার অংশ হিসেবে নতুন নিয়মটি নিয়ে আলোচনা হচ্ছে। ৪৮ দল নিয়ে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠিতব্য ২০২৬ বিশ্বকাপের আগে এটি কার্যকর করার পরিকল্পনা রয়েছে। এর জন্য আগামী ফেব্রুয়ারির মধ্যে সিদ্ধান্ত নিতে হবে।

এ ছাড়াও আইএফএবি ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) কার্যপরিধি বাড়ানোর কথাও ভাবছে। কর্নার এবং দ্বিতীয় হলুদ কার্ড দেওয়ার ক্ষেত্রে ভিএআর প্রযুক্তির হস্তক্ষেপের প্রস্তাব এসেছে। তবে এসব ক্ষেত্রে রেফারির সিদ্ধান্ত নিয়ে সন্দেহ দেখা দিলে তবেই ভিএআর ব্যবহারের পরিকল্পনা রয়েছে। যুক্তরাষ্ট্রে ক্লাব বিশ্বকাপ চলাকালীন এসব পরিবর্তন নিয়ে সিনিয়র কর্মকর্তাদের মধ্যে আলোচনা হয়েছে এবং অনেকে ইতিবাচক মত দিয়েছেন।

আরও পড়ুন

জবির উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রথম পুনর্মিলন
জবির উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রথম পুনর্মিলন
নড়াইলে জেলা বিএনপির মৌন মিছিল ও সমাবেশ
নড়াইলে জেলা বিএনপির মৌন মিছিল ও সমাবেশ