Logo Logo

ঠাকুরগাঁও

সেনা-পুলিশের যৌথ অভিযানে মাদক ব্যবসায়ী আটক


Splash Image

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে মাদকসহ রুবেল হক নামে এক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। শুক্রবার (১৮ জুলাই) রাত আটটার দিকে উপজেলার কটুয়াপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।


বিজ্ঞাপন


গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও পুলিশের যৌথ দল অভিযান চালিয়ে রুবেল হককে মাদক বিক্রির সময় হাতেনাতে আটক করে। এসময় তার বাসায় তল্লাশি চালিয়ে ইয়াবা, ফেনসিডিল এবং মাদক বিক্রির নগদ অর্থ জব্দ করা হয়।

এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে রুবেল হক তার বাড়ি থেকে ইয়াবা ও বিভিন্ন মাদক বিক্রি করে আসছিল, যা স্থানীয় যুবসমাজকে মাদকাসক্ত করছিল। সেনা-পুলিশের অভিযানে তার গ্রেফতারে এলাকায় স্বস্তি ফিরেছে।

আটককৃত রুবেল হক ও উদ্ধারকৃত মাদকদ্রব্য পুলিশ হেফাজতে হস্তান্তর করা হয়েছে। পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম জানান, তার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে এবং দ্রুত আদালতে তোলা হবে। মাদকের বিরুদ্ধে এ ধরনের যৌথ অভিযান চলমান থাকবে।

-মোঃহুমায়ুন কবির রেজা ঠাকুরগাঁও

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...