Logo Logo

জামায়াতের জাতীয় সমাবেশে দাওয়াত পায়নি বিএনপি


Splash Image

রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে শনিবার (১৯ জুলাই)। তবে আলোচিত এই সমাবেশে বিএনপির কোনো নেতার উপস্থিতি লক্ষ্য করা যায়নি। বিষয়টি ঘিরে সৃষ্টি হয়েছে আমন্ত্রণসংক্রান্ত বিভ্রান্তি ও বিতর্ক।


বিজ্ঞাপন


বিএনপির মিডিয়া সেলের অন্যতম সদস্য শায়রুল কবির খান জানান, দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, “জামায়াতে ইসলামীর সমাবেশে বিএনপি দাওয়াত পায়নি।” এ কারণেই বিএনপির কেউ সমাবেশে অংশ নেয়নি বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে।

অন্যদিকে, জামায়াতের পক্ষ থেকে দাবি করা হয়েছে, সমাবেশে সব রাজনৈতিক দলকেই আমন্ত্রণ জানানো হয়েছে। সংগঠনের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, “সব দলকে সমাবেশে আমন্ত্রণ জানানো হয়েছে। আমরা বিভিন্ন দলের নেতৃস্থানীয় পর্যায়ে যোগাযোগ অব্যাহত রেখেছি। আশা করছি সব দলের পক্ষ থেকেই সাড়া মিলবে।”

বিরোধপূর্ণ এই বক্তব্যের মধ্যে দিয়ে বিএনপি ও জামায়াতের রাজনৈতিক সম্পর্ক ঘিরে নতুন করে প্রশ্নের জন্ম দিয়েছে রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ।

এদিকে, “পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন, জুলাই গণহত্যার বিচার এবং নির্বাচনের আগে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা”—এই সাত দফা দাবিকে কেন্দ্র করে অনুষ্ঠিত সমাবেশে হাজারো নেতা-কর্মী অংশ নেন। দুপুর ২টায় কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু হয়। তার আগে সকাল ৯টা ৪০ মিনিট থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনের মাধ্যমে শুরু হয় প্রথম পর্ব।

সাংস্কৃতিক পর্বে সঞ্চালনার দায়িত্ব পালন করেন সাইফুল্লাহ মানসুর, আর পরিবেশনায় ছিল সাইমুম শিল্পী গোষ্ঠী। অনুষ্ঠানজুড়ে ধর্মীয় আবহ এবং রাজনৈতিক বার্তা সমান্তরালে তুলে ধরা হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...