Logo Logo
অপরাধ
জুলাই-আগস্ট গণহত্যা মামলা

কাদেরসহ ৪৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ১৫ অক্টোবর দাখিলের নির্দেশ


Splash Image

জুলাই-আগস্টের গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের হওয়া পৃথক ৭ মামলায় পলাতক সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের, আনিসুল হক, দীপু মনি, আমির হোসেন আমু, সাবেক শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান


বিজ্ঞাপন


সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ মোট ৪৫ জনের বিরুদ্ধে আগামী ১৫ অক্টোবরের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

রোববার দুপুরে ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন বেঞ্চ এ আদেশ দেন। প্রসিকিউশনের পক্ষে তদন্তের সময় বৃদ্ধির আবেদন করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।

এদিন কেরানীগঞ্জের বিশেষ কারাগার থেকে সাবেক এনটিএমসির পরিচালক জিয়াউল আহসানসহ ১০ জন আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। পাশাপাশি কাশিমপুর কারাগার থেকে সাবেক মন্ত্রী দীপু মনি ও আরও ১৫ জনকে, এবং নারায়ণগঞ্জ কারাগার থেকে গোলাম দস্তগীর গাজীকে আনা হয়।

মুগ্ধ হত্যা মামলা, নরসিংদী, কক্সবাজার, সিলেটসহ মোট ৭ মামলায় এদের হাজির করা হয়। আসামিদের তালিকায় আরও রয়েছেন— সাবেক মন্ত্রী ফারুক খান, আব্দুর রাজ্জাক, কামাল আহমেদ মজুমদার, আমির হোসেন আমু, কামরুল ইসলাম, সাবেক উপদেষ্টা তৌফিক-ই ইলাহী চৌধুরী, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদ সভাপতি হাসানুল হক ইনু, সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক ও সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম।

গত বছরের ১৭ ডিসেম্বর জুলাই-আগস্ট গণহত্যার ঘটনায় শেখ হাসিনা, ওবায়দুল কাদেরসহ ৪৬ জনের বিরুদ্ধে দায়ের হওয়া দুই মামলার তদন্ত দুই মাসের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছিল ট্রাইব্যুনাল। পরে এ সময়সীমা দু'বার বাড়ানো হয়।

আরও পড়ুন

ভারতের বরাদ্দ কমিয়ে বাংলাদেশকে দিতে বললেন ইংলিশ তারকা
ভারতের বরাদ্দ কমিয়ে বাংলাদেশকে দিতে বললেন ইংলিশ তারকা
শিখে নিন দুপুরের জন্য তিনটি জনপ্রিয় মাছের রেসিপি
শিখে নিন দুপুরের জন্য তিনটি জনপ্রিয় মাছের রেসিপি